১৪ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে টাকাপয়সার লেনদেন সম্পর্কিত এই নিয়ম, গ্রাহকদের হবে সুবিধা

দেশজুড়ে ডিজিটাল লেনদেনের জনু বড় পদক্ষেপ নিল মোদি সরকার । আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা (24×7) রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) সরবরাহ করার ঘোষণা দিয়েছেন। ১৪ ডিসেম্বর থেকেই ২৪ ঘন্টা আরটিজিএস ব্যবহার করতে পারবেন দেশের মানুষ।

টাকা,RTGS,money,bengali,bengali news
জানিয়ে রাখি, যে এই সময়ে আরটিজিএস সিস্টেম মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যতীত সপ্তাহের সমস্ত কার্য দিবসে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপলব্ধ। দিনে ২৪ ঘন্টা আরটিজিএস সিস্টেমের প্রাপ্যতা সম্পর্কে, রিজার্ভ ব্যাংক জানাউ, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরটিজিএস সিস্টেমটি বছরের সমস্ত দিন চব্বিশ ঘন্টা উপলব্ধ করা উচিত এবং এটি ২০২০ সালের ১৪ ই ডিসেম্বর 00: 00 এ শুরু হবে 00:30 থেকে করা হবে।

RTGS কি?
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (RTGS) এর মাধ্যমে মুহুর্তের মধ্যে টাকা ট্রান্সফার করা যেতে পারে। যদিও এর মাধ্যমে ২ লাখ টাকার নিচে স্থানান্তর করা যায় না। এটি অনলাইনে এবং ব্যাংক শাখার মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। কোনও তহবিল ট্রান্সফার ফিও নেই। তবে শাখায় আরটিজিএস থেকে তহবিল স্থানান্তর করার জন্য ফি নেওয়া হয়ে থাকে।

পাশাপাশি, নতুন বছর ২০২১ শুরু থেকেই ব্যাংকিং (banking) এর বহু নিয়মে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কন্টাক্টলেস কার্ডের মাধ্যমে টাকা লেনদেন এর ক্ষেত্রে। শুক্রবার নতুন বিধি ঘোষণার সময় আরবিআইয়ের গভর্নর বলেছিলেন যে এখন কার্ডের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার জন্য ‘পিন কোড’ লাগবে না। এর উদ্দেশ্য শপিং মল বা রেস্তোরাঁয় টাকা মেটানো আরো সহজ হয়ে গেল।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘ওয়ান নেশন ওয়ান কার্ড’ প্রকল্পের আওতায় কন্টাক্ট লেস ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদত্ত অর্থ লেনদেনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি প্রযোজ্য হবে। পিন ছাড়াই এই কার্ডগুলি থেকে সহজেই ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে। জানিয়ে রাখি, বর্তমানে কেবল কন্টাক্ট লেস ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যোগাযোগ পিন ছাড়া ২ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

বর্তমানে এক দিনে ২ হাজার টাকা করে ৫ টি পর্যন্ত কন্টাক্টলেস লেনদেন করা যায়। এর চেয়ে লেন দেনের পরিমান বেশি হলে পিন বা ওটিপি প্রয়োজন। তবে আরবিআইয়ের নিয়ম অনুসারে, ১ জানুয়ারি থেকে যোগাযোগহীন প্রদানের সর্বোচ্চ সীমা হবে পাঁচ হাজার টাকা।

 

 

সম্পর্কিত খবর