বিরাট বদল! নতুন বছরেই দিঘার পর্যটকদের জন্য কড়াকড়ি! চালু হচ্ছে একগুচ্ছ নিয়ম 

বাংলা হান্ট ডেস্কঃ শীত-গ্ৰীষ্ম-বর্ষা এখন প্রায় সারা বছরই দীঘায় (Digha) পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে আজ বছরের শেষ দিন। রাত পোহালেই শুরু নতুন বছর। তাই চারিদিকে এখন উৎসবের আমেজ। নতুন বছর উদযাপন করতে এই বিশেষ দিনে জমজমাট সেলিব্রেশনের আয়োজন করতে দিঘায় একটু বেশিই ভিড় জমান পর্যটকরা। এবার নতুন বছরেই দিঘার পর্যটকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়মের তালিকা।

দিঘার (Digha) হোটেলে নতুন নিয়ম

দিঘার (Digha) পর্যটকদের জন্য ভরপুর বিনোদনের পাশাপাশি আরও ভালো পরিষেবা দিতেই হোটেল গুলির জন্য চালু হয়েছে একগুচ্ছ নিয়মাবলী। পর্যটকদের আরও ভালো পরিষেবা দিতেই বদ্ধপরিকর দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ও দীঘার হোটেল অ্যাসোসিয়েশন গুলি। তাই এবার উভয় সংগঠনের যৌথ আলোচনায় দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাদের জন্য চালু করা হচ্ছে এই নিয়ম। তাই এবার থেকে দিঘার হোটেলে থাকতে গেলে ‘স্বাগত’ পোর্টালেই উঠে যাবে পর্যটকদের যাবতীয় সব তথ্য।

কি কি নিয়ম চালু হচ্ছে

হোটেলে আসা পর্যটকদের নথি যাচাই করা বাধ্যতামূলক। ‘স্বাগত’ পোর্টালেই পর্যটকদের সম্পর্কিত সমস্ত তথ্য আপলোড করতে হবে।

দিঘায় (Digha) আসা কোন পর্যটককে নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে সেই বিষয়ে পুলিশকে জানাতে হবে, প্রয়োজনে ফটো আইডি প্রুফ দেখাতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী হোটেলের জমা আবর্জনা থেকে শুরু করে, বর্জ্য, নালা-নর্দমা ফেললে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে, নেওয়া হবে আইনি পদক্ষেপ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বহুদিন, ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বাড়ছে উদ্বেগ

ডিএসডিএ থেকে এই সমস্ত ময়লা আবর্জনা ফেলার জন্য দেওয়া হবে দুটি ডাস্টবিন। যার মধ্যে একটিতে ফেলতে হবে তরল বর্জ্য এবং অপরটিতে ফেলতে হবে কঠিন বর্জ্য। প্রতিদিন ডিএসডিএ-র বর্জ্যবাহী গাড়িতেই ফেলতে হবে ডাস্টবিনের ময়লা। গাড়ি না আসলে ফোন করতে হবে। দিয়ে দেওয়া হয়েছে সেই নম্বরও।জানা যাচ্ছে ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জ (TCAC) রেজিস্টার অনুযায়ী চার্জ দিতে হবে হোটেলগুলিকে। স্বাগত মডেলের মাধ্যমেই দিতে হবে সেই চার্জ।

Digha 1

গত এপ্রিল মাসেই দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল ২ জঙ্গিকে। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। আধার কার্ডে নাম পরিবর্তন করে গা ঢাকা দিয়েছিলেন তারা। পর্যটকদের মতোই একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন হোটেলে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই দিঘাতে আরও বাড়তে শুরু করেছে নিরাপত্তা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর