ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দুর্দান্ত উদ্যোগ মোদি সরকারের, রেজিষ্ট্রেশন করতে লাগবে না কোনো কাগজ

বাংলাহান্ট ডেস্কঃ আত্মনির্ভর ভারত গঠনকল্পে ভারতের ক্ষুদ্র ও মাঝারি (msme) শিল্পকে ঢেলে সাজানোর স্বপ্নের কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra modi)। এবার সেই স্বপ্নের প্রকল্পকে এগিয়ে দিতে আরো এক বলিষ্ঠ পদক্ষেপ মোদি সরকারের (modi government) ।

modi 95

মোদি সরকার জানিয়েছে, এবার থেকে ছোট ও মাঝারি শিল্প রেজিস্ট্রার করতে গেলে আপলোড করতে হবে না কোনো কাগজপত্র। সেল্ফ ডিক্লেয়ারেশন এর মধ্য দিয়েই হবে রেজিষ্ট্রেশন। পাশাপাশি এখন থেকে ছোট ও মাঝারি শিল্পকে উদ্যোগ হিসাবে চিহ্নিত করা হবে। এই নতুন নিয়ম চালু হবে ২০২০ সালের জুলাই মাসের ১ তারিখ।

কর্মকর্তারা বলছেন যে এন্টারপ্রাইজ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া আয়কর এবং জিএসটি ব্যবস্থার সাথে এক করে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন করার সময় দেওয়া তথ্য প্যান নম্বর বা জিএসটি নম্বরের মাধ্যমে যাচাই করা যেতে পারে। পাশাপাশি, কেবল আধার নম্বর দিয়েও রেজিষ্ট্রেশন করা যেতে পারে। স্ব-ঘোষণার ভিত্তিতে অন্যান্য তথ্য দেওয়া যেতে পারে।

কিছুদিন আগে, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক (এমএসএমই) এবং অর্থ মন্ত্রকের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টিতে ও অসংগঠিত ক্ষেত্র সহ বিভিন্ন শিল্পের পুনরুজ্জীবিত করার ব্যাপারে জোর দেন। এজন্য তিনি ন্যাশনাল ইনস্টিটিউট ওফ রুরাল ডেভলপমেন্ট এর মতো প্রতিষ্ঠানকে এই প্রকল্প বাস্তবায়নের রিপোর্ট তৈরির দায়িত্ব দিয়েছেন। এর আগে শুক্রবার প্রধান মন্ত্রী নাগরিক বিমান, শ্রম ও জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রকের সাথেও বৈঠক করেছেন।

সম্পর্কিত খবর