আইএসএলে নতুন নিয়ম, এবার থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে রাখতে হবে এশিয়ান কোটার বিদেশী।

এই মরশুম থেকে সরাসরি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে আইএসএলে গ্রুপ পর্যায়ের শীর্ষে থাকা দলটি। অপরদিকে আইএসএল চ্যাম্পিয়নরা খেলবে এএফসি চ্যাম্পিয়ন কাপের কোয়ালিফায়ার ম্যাচ। সেই কথা মাথায় রেখেই এবার আইএসএল কর্তৃপক্ষ বদল আনতে চলেছে আইএসএলের নিয়মে। সেই কারণেই এবার আইএসএলের প্রত্যেক দলে এশিয়ান কোটায় প্লেয়ার রাখা বাধ্যতামূলক হতে চলেছে।

   

এএফসি কাপের নিয়ম অনুযায়ী এএফসি কাপের প্রথম একাদশে থাকতে পারবে চারজন বিদেশি তাদের মধ্যে একজন কে হতে হবে এশিয়ান কোটার বিদেশি। এবার থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি গুলি তাদের স্কোয়াডে রাখতে পারবে সর্বাধিক ছয় থেকে সাত জন বিদেশী ফুটবলার। যার মধ্যে অবশ্যই থাকতে হবে এশিয়ান কোটার বিদেশী।

আইএসএলে যদি এই নতুন নিয়মটি কার্যকর হয় তাহলে সবথেকে বেশি লাভবান হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন দল এটিকে। কারন ইতিমধ্যেই এটিকে দলে এশিয়া কোটার বিদেশি ফুটবলার রয়েছেন, তিনি হলেন ডেভিড উইলিয়ামস। তার সাথে ইতিমধ্যেই আগামী মরশুমের জন্যও চুক্তি সেরে ফেলেছে এটিকে টিম ম্যানেজমেন্ট। এছাড়াও এই মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য রয় কৃষ্ণার সাথেও চুক্তি বাড়িয়ে নিয়েছে এটিকে টিম ম্যানেজমেন্ট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর