অযোধ্যা মামলা নিয়ে আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নয়া সিদ্ধান্ত !

বাংলা হান্ট ডেস্ক : হাতে আর মাত্র দু ঘণ্টা, তার পরেই ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দান করবে দেশের সর্বোচ্চ আদালত৷ তাই অযোধ্যা মামলার রায়দানের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে টুইটে দেশবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে, এর পর দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ৷ খানিকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথে হেঁটে নেতা কর্মীদের শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুই সংগঠনের তরফ থেকে৷

879767 ay

তাই রায়দানের পর কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় তার জন্য নির্দেশিকা জারি করার পাশাপাশি আনন্দ করার জন্য কিংবা মন্দিরে গিয়ে মিষ্টিমুখ করতে পারেন এমনটা বলা হয়েছে৷ এমনিতেই 10 নভেম্বর তারিখ থেকে 20 নভেম্বর তারিখ অযোধ্যা মামলার রায়দানের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তরফ থেকে সমস্ত রকমের কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে৷

এর পর আবারও 9 নভেম্বর তারিখে রায়দান স্থির হতেই দেশের পরিস্থিতি যাতে শান্তিতে থাকে তার জন্য বার্তা দিয়েছে আরএসএস৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই অযোধ্যা জেলা প্রশাসনের তরফ থেকে অযোধ্যা মামলার রায় নিয়ে সতর্ক করে দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে কোনও উস্কানিমূলক বা উত্তেজনামূলক পোস্টে কমেন্ট শেয়ার না করার নির্দেশিকা জারি হয়েছিল৷

পাশাপাশি, অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে যাতে কেউ না অযোধ্যা মামলার রায় নিয়ে কোনও রকম মন্তব্য করে সে বিষয়েও কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যদিকে কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যোদ্ধা মামলার রায়দানের পর যাতে রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যবিধায়ক এবং সাংসদদের এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

সম্পর্কিত খবর