হিন্দুদের পবিত্র উৎসব নবরাত্রি’র জন্য রেলের বিশেষ সুবিধা, এবার থেকে ট্রেনেই পাওয়া যাবে ব্রতর খাবার

বাংলা হান্ট ডেস্কঃ এই উৎসবের মরশুমে ভারতীয় রেল একটি নতুন শুভারম্ভ করছে। নবরাত্রি এর অবসরে রেলওয়ে নয় দিন পর্যন্ত যাত্রীদের ব্রত’র খাবার দেবে। এর ফলে ব্রত’র সময় যাত্রীদের খাওয়ার কোন অসুবিধে হবেনা। রেলওয়ে ব্রত করা যাত্রীদের জন্য ব্রত’র খাওয়ার দিয়ে নজির গড়তে চলেছে। রেল ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ইচ্ছুক যাত্রীদের ব্রত’র খাবার দেবে। এই মেনুতে আপনি নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন।

ব্রত রাখা যাত্রীরা ট্রেন সফরের সময় ই-টিকিটিং আর ফুড অন ট্র্যাক মোবাইল অ্যাপের মাধ্যমে খাবারের প্রি অর্ডারও করতে পারবে। IRCTC নিজের বয়ানে জানায়, নবরাত্রির খাবার রেলওয়ে বাছাই করা কয়েকটি স্টেশনে নির্বাচিত রেস্তোরাঁর মাধ্যমে যাত্রীদের দেবে। রেলের বয়ান অনুযায়ী, এই সার্ভিস নেওয়ার জন্য যাত্রীদের বৈধ পিএনআর নম্বর (PNR Number) দিয়ে নিজের যাত্রার সময় কমপক্ষে দুই ঘণ্টা আগে খাওয়ার বুক করতে হবে। যাত্রী নিজের সুবিধা অনুসারে অর্ডার করার সময়, অথবা অর্ডার পাওয়ার পর পেমেন্ট করতে পারবে।

যেই স্টেশন গুলোতে নবরাত্রির খাবার পাওয়া যাবে সেগুলো হল, কানপুর সেন্ট্রাল, জবলপুর, রতলাম, জয়পুর, বিনা, পাটনা, রাজেন্দ্র নগর, হজরত নিজামুদ্দিন, আম্বালা কেন্ট, ঝাঁসি, ঔরঙ্গাবাদ, অকোলা, ওসাই রোড, ইতারসি, কল্যাণ, বোরিভ্যালি, দুর্গ, গোয়ালিয়র, মথুরা, নাগপুর, ভোপাল, উজ্জয়ন আর আহমেদনগর।  ব্রত মেনুতে সাবুদানা, সন্দক লবন, ময়দা, সাবুদানার খিচুরি, আলুর টিক্কি, নবরাত্রি থালি, জিরা আলু, মালাই বরফি, রসমালাই, মিল্ক কেক, লসসি আর দই ছাড়াও অনেক নিরামিষ আহার থাকবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর