হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরণ রুখতে, স্বরাষ্ট্রমন্ত্রক নিলো বড় পদক্ষেপ! এবার থেকে মুচলেকা দিয়ে জানাতে হবে এনজিওগুলোকে ..

সম্প্রতি ভারত সরকারের নির্দেশ মোতাবেক, যেসব এনজিও বিদেশ থেকে তহবিল পেয়ে থাকে তাদের কর্মীদের মুচলেকা দিয়ে জানাতে হবে যে তারা ধর্মান্তরিত করার ঘটনায় যুক্ত নন অথবা তাদের বিরুদ্ধে ওই ধরনের কোনও মামলা হয়নি।

   

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশে বলা হচ্ছে, এই এনজিওগুলোর কর্মীরা যে কখনও ধর্মান্তকরণে জড়িত ছিলেন না বা ধর্মান্তকরণের মামলায় অভিযুক্ত ছিলেন না সেটাও তাদের হলফনামা দিয়ে বলতে হবে – নইলে সেই এনজিওকে ভারতে কাজ করতে দেওয়া হবে না।
এর সাথে এখন থেকে এনজিও গুলোকে বিবৃতি দিয়ে এমনটাও জানাতে হবে যে তারা বিদেশ থেকে প্রাপ্ত অর্থের কোন অপব্যবহার বা দেশদ্রোহীমূলক কাজে ব্যবহার করেনি।

এখন থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত না করার শর্ত দিয়ে ভারতে কাজ করতে হবে বিদেশ থেকে তহবিল পাওয়া এনজিওগুলোর (নন গভর্নমেন্ট অর্গানাইজেশন)। একইসাথে তাদের কর্মীদের মুচলেকা দিয়ে জানাতে হবে তারা কোন রকম ধর্মান্তরিত করার কাজে জড়িত নন বা তাদের বিরুদ্ধে এমন কোন মামলা নেই।

সম্পর্কিত খবর