টাইমলাইনখেলাক্রিকেট

অধিনায়ক হার্দিকের ভুল পরিকল্পনা! T-20 সিরিজের প্রথম ম্যাচে হার ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হার্দিকের ভুল দল নির্বাচনের শিকার হয়ে ভুগলো ভারত। রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বড় জয় পেল নিউজিল্যান্ড। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই প্রবল চেষ্টা করলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা ব্যর্থ হয়ে গেল ভারতীয় পেসারদের ব্যর্থতায়। হয়তো ভারত বাকি দুটি ম্যাচ জিতে এই সিরিজ দখল করবে কিন্তু অধিনায়ক হিসেবে যে হার্দিক পান্ডিয়াকে এখনো অনেক কিছু শিখতে হবে তা আজকের ম্যাচের পর প্রমাণ হয়ে গেল।

crockex

রাঁচির স্পিন বান্ধব পিচে আজ নিজেকে সহ চার পেসার নিয়ে মাঠে নেমেছিলেন হার্দিক। কিন্তু যার প্রেসার মিলে মোট ১০ ওভার মাত্র বল করানো গেল এবং সেই দশ ওভারে নিউজিল্যান্ড তুললো ১১৯ রান। অর্থাৎ স্পিনারদের বাকি ১০ ওভারে উঠেছে মাত্র ৫৭ রান। আজ বল হাতে অত্যন্ত কৃপণ বোলিং করেছেন সুন্দর, কুলদীপ যাদব এবং দীপক হুডা।

উমরান ও মাভিকে মিলিয়ে আজ ৩ ওভারের বেশি বল করাতে পারেননি হার্দিক। নিজে ৩ ওভারে দিয়েছেন ৩৩ রান। অর্শদীপ ১ উইকেট পেলেও চার ওভারে খরচ করেছেন ৫১ রান। আজ তাদের কারোর বদলে চাহাল দলে থাকলে এত রান তুলতে পারতো না কিউয়িরা। ডেভন কনওয়ের ৫২ এবং ড্যারেল মিচেলের ৫৯-এ ভর করে ১৭৬ রান তুলেছিল কিউয়িরা।

জবাবে ব্যাট করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ ভারতের টপ অর্ডার। শুভমান গিল, ঈশান কিষান ও রাহুল ত্রিপাঠি আজ ১৫ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সূর্যকুমার যাদব (৪৭) ও হার্দিক পান্ডিয়ার (২১) ৬৮ রানের পার্টনারশিপে ভর করে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল কিউয়িরা। কিন্তু কিউয়ি স্পিনাররা তাদেরকেও ফিরিয়ে দেন।

New zealand

আজ ভারতীয় ইনিংস খেয়ে কার্যত শেষ করেছেন মিচেল স‍্যান্টনার। ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ১টি মেডেন সহ ১টি উইকেটও নিয়েছেন তিনি। এরপর একা লড়াই করেছিলেন ওয়াশিংটন সুন্দর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম অর্ধশতরানটিও পেয়েছিলেন তিনি। কিন্তু উল্টো দিক থেকে কোন সাপোর্ট না পাওয়ায় শেষ পর্যন্ত ২১ রানের ব্যবধানে হার মানতে হয় ভারতীয় দলকে।

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker