নিউজিল্যান্ডকে ২৪২ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

 

গৌরনাথ চক্রবর্ত্তী, ১৯ জুনঃ
বুধবার বামিংহ্যামে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ম্যাচে দুই মেগা দলের টক্কর শুরু হয়েছে।
এদিন টসে জিতে নিউজিল্যান্ড ফ্লিডিং নেয়।দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৪৯ ওভারে ৪৯ ওভারে ৬ উইকেটে ২৪১ রান করে।আমলা ৫৫ রান করে।ডি কক ৫ রান করে।

 

ডুপ্লেসি ২৩ রান করেন।মাকর্রাম ৩৮ রানে আউট হন।ভ্যান ৬৭ রানে অপরাজিত থাকেন।মিল্লার ৩৬ রান করেন।মরিস ৬ রানে অপরাজিত থাকেন।

f0223 img 20190619 221333 1

নিউজিল্যান্ডের ফার্গুসন ৩ টি উইকেট নেন।নিউজিল্যান্ড কেমন ব্যাটিং করে সেটাই এখন দেখার।

সম্পর্কিত খবর