ফাইনাল জিতে নিতে দরকার মাত্র ১২০ রান, কিউয়ি আক্রমণ সামলাতে নাজেহাল বিরাট বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (wtc) প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের হাত ধরে মোটামুটি ফের একবার ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও কার্যত জঘন্য ব্যাটিং উপহার দিলো বিরাট বাহিনী। বৃষ্টির জন্য এমনিতেই বারবার বিঘ্নিত হয়েছে টেস্টের এই বিশ্বকাপ ফাইনাল। তবে তার মধ্যেও একদিকে যখন দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেলেন কনওয়ে, উইলিয়ামসনরা (ken Williamson) সেভাবে মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গেল না কোন ভারতীয় ব্যাটসম্যানকেই।

একমাত্র ঋষভ পান্থের (Rishav pant) চারটি বাউন্ডারি দিয়ে সাজানো ৪১ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্যভাবে দাগ কাটতে পারেননি কেউই। যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভালো স্টার্ট পেয়েছিলেন রোহিত (Rohit Sharma)। কিন্তু ব্যক্তিগত ৩০ রানের মাথায় সৌদির(Tim southee) বলে এলবিডব্লিউ হন তিনি। গিল, পুজারা, রাহানে কিম্বা অধিনায়ক বিরাট কোহলি কেউই সেভাবে দাঁড়াতে না পারায় মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। সৌদি এবং বোল্টের (Trent Boult) জোড়া ফলায় ফের একবার ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। এই দুই পেসারই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ভারতের সাতজন যোদ্ধাকে।

প্রথম ইনিংসে ৩২ রানের লিডের সুবাদে জয়ের জন্য এখন মাত্র ১৩৯ রান দরকার নিউজিল্যান্ডের। ইতিমধ্যেই চা পান বিরতি পর্যন্ত বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে ফেলেছে তারা। যার জেরে জয়ের জন্য আর মাত্র ১২০ রান দরকার কিউয়িদের। তবে ভারতের জন্য আশার কথা হলো হাতে রয়েছে মাত্র একটি সেশন। আর এই উইকেটে দ্রুত রান তোলা যে যথেষ্ট কঠিন তা বলাই বাহুল্য।

আজ এই ম্যাচের ষষ্ঠ দিন, অর্থাৎ রিজার্ভ ডে। ম্যাচ বাঁচাতে গেলে শেষ পর্বে অত্যন্ত ভালো বোলিং করতে হবে ইন্ডিয়ান বোলারদের। ইশান্ত শর্মা(Ishant sharma), মহম্মদ শামি (Mohammad Shami) এবং জাসপ্রিত বুমরাহদের (Jasprit Bumrah)  উপর রয়েছে গুরুদায়িত্ব। ব্যাটিংয়ের পিছিয়ে পড়লেও প্রথম ইনিংসে যথেষ্ট ভালো বোলিং উপহার দিয়েছিলেন মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। তাদের উপর স্বাভাবিকভাবেই অনেকটা নির্ভর করবে ভারতীয় দল। অন্যদিকে ভালো বোলিং উপহার দিতে হবে রবীচন্দ্রন অশ্বিনকেও(Ravichandran Ashwin)। তবে বিশ্লেষকদের মতে, কার্যত এই টেস্টে এখন অনেকটাই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ডই। তাদের হাতে যেমন রয়েছে দশ দশটি উইকেট, তেমনই রয়েছেন উইলিয়ামসনের মত দুরন্ত ফর্মে থাকা ব্যাটসম্যানরাও।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর