বুধবার সরকারি কর্মচারীদের হাফ ছুটি ঘোষণা, জারি হল বিজ্ঞপ্তি

মহার্ঘ ভাতা থেকেই বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত সুযোগ সুবিধা কার্যতশিকেয় ঝুলছে৷ টানা প্রায় তিন বছর ধরেই ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি হয়ে যাচ্ছে৷ চলতি ডিসেম্বর মাসেই ষষ্ঠ কমিশনের মেয়াদ উত্তীর্ণ হবে৷ এরই মধ্যে আবার মহার্ঘ ভাতা৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে স্যাটের এই রায় ঘোষণার পরও রাজ্য সরকারের তরফ থেকে তত্পরতা দেখা যায়নি৷ বেতন বঞ্চনার শিকার হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সরকারি কর্মচারীরা৷ অসন্তোষ সৃষ্টি হয়েছে বিভিন্ন সরকারি মহলে৷ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বঞ্চনার এজন্য অসন্তোষ কমাতে এ বার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী বুধবার অর্থাত 18 সেপ্টেম্বর তারিখে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমস্ত সরকারি কলেজ স্কুল এবং সরকারি দফতরগুলি হাফ ছুটি থাকবে৷ অর্থাত্ অর্ধদিবস ছুটির ঘোষণা৷ তবে বুধবার অর্ধদিবস ছুটি দেওয়া হলেও সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাস অবধি 29 দিন ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য৷

উত্সব উপলক্ষে দুর্গাপুজো থেকে কালীপুজো ভাতৃ দ্বিতীয়া মহালয়া এসব নিয়ে ডিসেম্বর মাস অবধি লম্বা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা৷ আসলে, সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট হয়েছেন তার প্রমাণ মিলেছে ব্যালটে৷ কারণ ইভিএমের পাশাপাশি ব্যাটেও মুখ থুবড়ে পড়েছে রাজ্য সরকারের ভোট৷ তাই এবার সরকারি কর্মচারীদের নিজেদের দিকে টানতে ইতিমধ্যেই একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে মমতার সরকার৷

সম্পর্কিত খবর