ছুটি ছুটি ছুটি! আগামী বছর ছট কালী সরস্বতী পুজোয় টানা 4 দিন সরকারি কর্মীদের ছুটি

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির বিষয়ে বার বার নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটির বিষয়ে নজর দিয়েছেন , তাই এ বছর দুর্গা পুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী আর টানা 15 দিন ছুটি পেয়েছেন, তবে আগামী বছর উত্সব উপলক্ষে সরকারি কর্মচারীরা আরও বেশি ছুটি পাবেন এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷217243 saras1

তাই তো উত্সবের মরসুমেই আগামী বছর দুর্গাপুজো উপলক্ষে 16 দিন সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করেছিলেন তিনি৷ তাই জগদ্ধাত্রী পুজোর আবহেই আগামী বছরের সরকারি কর্মচারীদের ছুটির ক্যালেন্ডার প্রায় প্রকাশ্যে এল৷ 17-30 অক্টোবর দুর্গাপুজো থেকে কালীপুজো অবধি টানা 16দিন ছুটি থাকবে৷

দফতর 2 নভেম্বর খুলবে, এরপর আবারও কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষ্যে টানা চারদিন ছুটি থাকবে৷ তারপরেই 19-20 নভেম্বর তারিখে আবারও ছট পুজো উপলক্ষ্যে টানা দুদিন ছুটি থাকবে, তারপরই আবার শনি ও রবিবার থাকছে 2দিন ছুটি৷ তাই টানা চারদিন৷ এরপর পরের বছর সরস্বতী পুজোয় চারদিন ছুটি পাবেন৷

কারণ, 30,31 জানুয়ারী বৃহস্পতি, শুক্র, আবার শনি ও রবিবার ছুটি থাকবে৷ তারপর শিবরাত্রি, দোল উপলক্ষ্যে ছুটি থাকবে৷ এছাড়াও আরও সরকারি ছুটি তো আছেই৷ ,

সম্পর্কিত খবর