ভারতেই বানাচ্ছিল ISIS এর সহযোগী সংগঠন! ১৫ জঙ্গিকে সাজা শোনাল NIA আদালত

বাংলা হান্ট ডেস্কঃ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এর বিশেষ আদালত বড় সিদ্ধান্ত শুনিয়ে জঙ্গি সংগঠন ISIS এর সাথে যুক্ত ১৫ জন জঙ্গিকে সাজা শোনাল। এরা সবাই ভারতে ISIS এর সংগঠন খুলে সেটিতে যোগ দেওয়ার জন্য দেশের যুবকদের ব্রেন ওয়াশ করায় দোষী সাব্যস্ত হয়েছে। আদালত দোষীদের ১০ বছর, ৭ বছর আর ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

জানিয়ে দিই, এই মামলা ২০১৫ এর, তখন এনআইএ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকদের ব্রেন ওয়াশ করে ISIS এ যুক্ত করার অভিযোগে অভিযুক্ত করেছিল এদের। তদন্তে এনআইএ দেশজুড়ে কয়েকটি শহরে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। এরপর বিশেষ আদালত ১৬ অক্টোবর ২০২০ ১৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আর কঠোর কারাবাস ছাড়াও জরিমানা ধার্য করে।

ওই ১৫ জন দোষীরা হল

  1. নাসিফ খান- ১০ বছরের সাথে আর ১ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা।
  2. মুদাবির মুশ্তাক শেখ- ৭ বছরের সাজা আর ৬৫ হাজার টাকা জরিমানা।
  3. আবু আনস- -৭ বছরের সাজা আর ৪৮ হাজার টাকা জরিমানা।
  4. মুফতি আব্দুস সামি- ৭ বছরের সাজা আর ৫০ হাজার টাকা জরিমানা।
  5. আজাহার খান- ৬ বছরের সাজা আর ৫৮ হাজার টাকা জরিমানা।
  6. আমজাদ খান- ৬ বছরের সাজা আর ৭৬ হাজার টাকা জরিমানা।
  7. মোহম্মদ শরিফ মৈনুদ্দিন- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  8. আসিফ আলী- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  9. মোহম্মদ হুসেইন- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  10. সৈয়দ মুজাহিদ- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  11. নজমুল হুদা- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  12. মোহম্মদ আব্দুল্লাহ- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  13. মোহম্মদ আলীম- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  14. মোহম্মদ আফজল- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
  15. সোহেল আহমেদ- ৫ বছরের সাজা আর ৩৮ হাজার টাকা জরিমানা।
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর