ফুটবল খেলা দেখতে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত ৩০

বাংলা হান্ট ডেস্ক: রবিবার সন্ধ্যায় নাইজেরিয়ার উত্তর-পূর্বের বর্নো প্রদেশের গ্রামবাসীরা বড় স্ক্রিনে ফুটবল খেলা দেখছিলেন। ঠিক সেই সময় সেখানে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন।
3e688 images 3 6
ঘটনাটি ঘটেছে বর্নো প্রদেশের রাজধানী মাদুইগুরি থেকে ৩৮ কিলোমিটার দূরে কোনদুগায়। প্রথম দর্শনে জানিয়েছেন তিনজন আত্মঘাতী হামলাকারী একজন ফুটবল খেলা দেখার পর ঘরে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয় ওই হামলাকারী হল ঘরের দরজার সামনে এই বোমা ফাটায়। ঠিক ওই সময়ে কল কোর্টের পাশে থাকার চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে থাকা অন্য দুই হামলাকারী ও বোমা ফাটায়। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল হলঘর কিন্তু সুযোগ না পাওয়ায় ঘরের বাইরে বোমা ফাটানো হয় তাই ফলের বাইরেই বেশি মানুষ প্রান হারান।

এখনো পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি কোনো জিহাদি গোষ্ঠী। যদিও প্রশাসন বলছে এই হামলার ধরনের সঙ্গে জিহাদী গোষ্ঠী বোকো হারামের হামলার মিল রয়েছে।

সম্পর্কিত খবর