“বাবা আপনাদের জন্য আমার কাছে নেই”- ছোটো মেয়ের বার্তা মন জয় করল সবার

অরুণাচল প্রদেশের নয় বছরের এক কিশোরীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মেয়ের হাতে একটি কাগজে বার্তা লেখা আছে, আমার বাবা একজন পুলিশ। তারা আপনাকে সাহায্য করার জন্য আমার থেকে অনেক দূরে। আপনি কি তাকে বাড়িতে ফিরতে সাহায্য করবেন?

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।

corona 1 1

কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে। আর এই পরিস্থিতিতে ভারতের আক্রান্ত সংখ্যা প্রায় ১২০০। তাও পুলিশ তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন।

“এই মিষ্টি মেয়ের বার্তা অনুপ্রেরণামূলক এবং সংবেদনশীল।”কেন্দ্রীয় মন্ত্রী এবং অরুণাচলের সাংসদ কিরেন রিজিজু তার টুইটার এ এই মেয়েটির ছবি শেয়ার করেছে।

সম্পর্কিত খবর