Nirbhaya Case: আদালতের দ্বারস্থ দোষী অক্ষয়ের স্ত্রী! ফাঁসি পিছোতে চেয়ে বসল ডিভোর্স

বাংলা হান্ট ডেস্কঃ নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) দোষী অক্ষয় ঠাকুরের (akshay thakur) স্ত্রী ডিভোর্সের আবেদন দাখিল করেছেন আদালতে। এই আবেদন অক্ষয়ের স্ত্রী রামলাল শর্মার আদালতে দায়ের করেছেন। আবেদনে বলা হয়ছে যে, অক্ষয় ঠাকুর ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত আর তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এই কারণে সে ডিভোর্স চায়।

যদিও অক্ষয়ের স্ত্রী তাঁর স্বামীকে নির্দোষ বলেন। উনি বলেন, ফাঁসির পর অক্ষয়ের বিধবা হয়ে থাকতে চাইনা তাই আমি স্বামীর থেকে ডিভোর্স চাই। অক্ষয়ের স্ত্রীর আইনজীবী মুকেশ কুমার সিং মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, হিন্দু বিবাহ নিয়ম অনুযায়ী কিছু বিশেষ মামলায় মহিলারা তাঁদের স্বামীর থেকে ডিভোর্স চাইতে পারে।

   

মুকেশ সিং বলেন, অক্ষয় ঠাকুরকে ধর্ষণ আর হত্যার মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে আর ফাঁসির সাজাও শোনানো হয়েছে। আর এই কারণে অক্ষয়ের স্ত্রীর নিজের স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। এই মামলায় আদালত ১৯ তারিখ শুনানি করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর