মেডিকেল কলেজের ইন্টার্নকে ধমক, রেজিস্ট্রেশন বাতিল করার হুমকি! বিতর্কে জড়ালেন নির্মল মাঝি

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ইন্টার্নকে ধমাকনোর অভিযোগ উঠল চিকিৎসক-বিধায়ক তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজির (nirmal maji) নামে। অভিযোগ, রোগীর পরিবারের হয়ে ইন্টার্ন চিকিৎসকে ফোনে হুমকি দিয়েছেন নির্মল মাজি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটে গত ২৪ শে জুলাই। অভিযোগ উঠেছে রাত ১ টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ের অ্যাকিউট মেডিসিন ওয়ার্ডে আচমকাই ঢুকে পড়েন রোগীর পরিবারের লোকজন। সেখানে ঢুকে ইন্টার্ন চিকিৎসকের কাছে তাঁদের লিভারের অসুখে আক্রান্ত রোগিকে ভর্তি নেওয়ার জন্য বলেন।

সেইসময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক, সিস্টারের কাছ থেকে বেড নম্বর জেনে আসার কথা বললেই তেলে বেগুনে জ্বলে ওঠেন রোগীর পরিবারের লোকজন এবং সঙ্গে সঙ্গেই একটি ফোন করে ধরিয়ে দেন ওই ইন্টার্ন চিকিৎসকের হাতে। এই ঘটনা প্রসঙ্গে ওই ইন্টার্ন চিকিৎসক জানিয়েছেন, ‘ফোনের অপ্রান্ত থেকে নির্মলবাবু হুমকি দিয়ে বলেন এই রোগীকে অ্যাকিউট মেডিসিন ওয়ার্ডে ভর্তি না নিলে, আমার রোজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে’।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘এই ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আচমকাই এভাবে রাত বিরেতে কেউ ফোন করে হুমকি দিলে, আমাদের পক্ষে কিন্তু কাজ করা খুবই মুশকিল হয়ে পড়বে’।

তবে এই ঘটনার বিষয়ে বিধায়ক নির্মল মাজি জানিয়েছেন, ‘হ্যাঁ আমি ফোন করে ওই মৃতপ্রায় ব্যক্তিকে বাঁচানোর জন্য বলেছিলাম। কলেজের একজন প্রাক্তনী হয়ে এটা চাওয়া আমার কি অন্যায়? তবে আমি রেজিস্ট্রেশন বাতিল করার কোনরকম হুমকিই দিই নি। কারণ, ইন্টার্ন চিকিৎসকদের কোন রেজিস্ট্রেশন নম্বরই থাকে না। কিছু নকশালপন্থী ছাত্র-ছাত্রী এভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর