মিশে যাচ্ছে বেশকিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ভারতীয়রা পেতে চলেছে অনেক বিশেষ সুযোগ সুবিধা

 

বাংলা হান্ট ডেস্ক ঃ আর্থিক কাঠামো আরও শক্তিশালী করতে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের কথা ঘোষণা করল অর্থমন্ত্রক। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ করা হচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে রয়েছে কানারা ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক, করপোরেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এবং এলাহাবাদ ব্যাংক। অর্থমন্ত্রী জানান, ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাবে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে।ইউনাইটেড ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিশে যাচ্ছে একে অপরের সঙ্গে। এক্ষেত্রে পিএনবি ওবিসি ব্যাংক ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিশে যাচ্ছে একসঙ্গে।

মোটের ওপর ২৭ টি ব্যাংকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে ১২ টি ব্যাংকে। এছাড়াও ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিলে যাচ্ছে ৪ টি ব্যাংকে।


বহু বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মিশিয়ে দেওয়ার কারণ হল ব্যাংকগুলোর মূলধন আরও বৃদ্ধি করা। বর্তমানে ২৭ টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সংখ্যাটি ভারতে এল ১২ তে।

গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, প্রায় ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে।ব্যাংকগুলোকে আঞ্চলিক স্তরে ভালো ফল করার জন্য ইন্ডিয়ান, ওভারসিজ, ইউকো ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ব্যাঙ্ক, নিজেদের মত কাজ করবে।

ইতিমধ্যে বিরোধিতার ঝড় উঠেছে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে। কেন্দ্রীয় সরকার ব্যাংকের বেসরকারিকরণের পথে হাঁটতে চাইছে বলেও অভিযোগ উঠেছে।

সম্পর্কিত খবর