ব্যাপক হারে দাম কমবে ইলেকট্রিক গাড়ির, থাকবে সবার সাধ্যের মধ্যেই, জানালেন নীতিন গডকড়ি

বাংলা হান্ট ডেস্কঃ দুচাকার ন্যায় এবার রাস্তায় অহরহ দেখা মিলবে ইলেকট্রিক চার চাকার গাড়িও। তবে অপেক্ষা করতে হবে মাত্র ২ বছর। তারপরই পেট্রোল গাড়ির সমমূল্য হয়ে যাবে বৈদ্যুতিক গাড়ি। যার ফলে কমবে পরিবেশ দূষণও- এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি (nitin gadkari)।

‘কয়লা ব্যবহার বন্ধ এবং বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর’ বিষয়ক একটি ওয়েবিনারে রবিবার সন্ধ্যায় নয়াদিল্লীতে ডেনমার্কের সাসটেনেবিলিটি ফাউন্ডেশনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি। আর সেখানে উপস্থিত হয়েই এমন মন্তব্য করেন তিনি।

PTI09 30 2021 000091B 0 1634093413402 1634093451084

কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই ইভিতে মাত্র ৫% রাখা হয়েছে GST। অন্যদিকে কমে গিয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির দামও। যার ফলে আগামী বছর দুইয়ের মধ্যেই পেট্রোল ভেরিয়েন্টের সমান দামের হয়ে যাবে বৈদ্যুতিক গাড়ির দাম। এমনকি আগামী দিনে পেট্রোল পাম্পেই চার্জ দেওয়া যাবে গাড়ি। পেট্রোল পাম্পকে অনুমতি দেওয়া হবে ইভি চার্জিং স্টেশন স্থাপনের জন্য। ২ বছরের মধ্যেই ভারতে অনেক চার চাকার চার্জিং পয়েন্টও করা যাবে। যার ফলে কমবে পরিবেশ দূষণও’।

নীতিন গডকড়ি আরও বলেন, ‘হিসেব বলছে পেট্রোল গাড়িতে প্রতি কিমি যদি ১০ টাকা খরচ পড়ে, ডিজেলে যদি ৭ টাকা খরচ হয়, তাহলে এই ইভিতে খরচ হবে মাত্র ১ টাকা। যার ফলে এই গাড়ি কেনার জন্য মানুষকে আলাদা করে চাপ দেওয়ার প্রয়োজন পরবে না। আর বর্তমান দিনে বাজারে বাড়ছেও এই গাড়ির চাহিদা’।

electric car

প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যেই ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ৩০%, বাণিজ্যিক ক্ষেত্রে ৭০%, বাসের জন্য ৪০% এবং টু ও থ্রি-হুইলারের জন্য ৮০% ইভি বিক্রি হবে ভারতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর