১৮ মাস পাওয়া যাবে না ডি.এ, কর্মচারীদের বেতনে কোপ যোগী সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লির পথেই হাঁটল উত্তর প্রদেশ (Uttar pradesh)। যোগী আদিত্যনাথের (yogi adityanath) সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, আগামী ১৮ মাস মহার্ঘ্য ভাতা, এবং ১২ মাস কোনো ভাতাই পাবে না সরকারি কর্মচারীরা।

yogi 2

ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে ২০২০ সালের প্রথমেই যে বর্ধিত মহার্ঘ্য ভাতা দেবার কথা ছিল তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে ১৬ লাখ সরকারি কর্মচারী, ৩ লাখ শিক্ষক ও ১২ লাখ পেনশনার প্রভাবিত হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার চলতি বছরে জানিয়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডি এ (D.A) বা মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে। ২০২০ অর্থবছরের প্রথম দিন থেকেই এই হারে ডিয়ারনেস অ্যালোয়েন্স দেওয়া হবে। অর্থাৎ মার্চের বেতন বা পেনশনের সাথেই এবার বর্ধিত ডি এ পাওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের কর্মচারীদের।

কিন্তু করোনা পরিস্থিতিতে বর্তমানে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলেছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতে বর্ধিত ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী সরকারের এই সিদ্ধান্ত ৪৯.২৬ লাখ কেন্দ্র সরকারি কর্মী ও ৬১.১৭ লাখ পেনশনভোগীর উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এই সিদ্ধান্তের সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন, “বহু কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্প এবং সেন্ট্রাল ভিস্তা বিউটিফিকেশন প্রকল্প স্থগিত না করে জনসাধারণের সেবা করা ডিএ, কেন্দ্রীয় কর্মচারী, পেনশনার এবং জওয়ানদের ডিএ কেটে ফেলা সরকারের একটি সংবেদনশীল এবং অমানবিক সিদ্ধান্ত।”

প্রসঙ্গত মূল্যবৃদ্ধির জন্য জীবনযাত্রার মান কমে না যায় তাই বছরে দুবার সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। মূলত মুদ্রাস্ফীতির সঙ্গেই সামঞ্জস্য রেখে এই বর্ধিত ডি এ দেওয়া হয়। তবে শহর, গ্রাম ও মফস্বলের জন্য মুদ্রাস্ফীতির ভিন্ন সংখ্যা নেওয়া হয়। ফলে সেই অনুসারে তারতম্য ঘটে ডিএ-র হিসাবে। পাশাপাশি কখনোই মূল বেতনের ৫০ শতাংশের বেশী ডি এ দেওয়া হয় না।

সম্পর্কিত খবর