এবার মোদীর চাপে রাস্তায় নামাজ পড়া বন্ধ

 

বাংলা হান্ট ডেস্ক ঃ আলীগড় প্রশাসনের নির্দেশ অনুযায়ী রাস্তায় বসে জুম্মার নামাজ ও হনুমান চল্লিশা পড়া বা আরতি করা যাবে না। এই নিষেধাজ্ঞা করার পরই আলিগড় শহরে মুফতি মোঃ খলিল আহমেদ শহরের সমস্ত মসজিদের প্রশাসকদের অনুরোধ জানিয়েছিলেন যে, রাস্তায় নামাজের বদলে মসজিদ এর কাছাকাছি বাড়ির ছাদ ব্যবহার করার জন্য ।

এই নিষেধাজ্ঞার পর প্রথম শুক্রবার সেখানকার বেশ কয়েকটি মসজিদের পাশে এই দৃশ্য দেখা গিয়েছে। যেখানে নামাজ পড়ে এমন সংখ্যা অনেক বেশি ছিল। এদিন কথা মতোই মসজিদের আশপাশে বাড়ির মালিকেরা নামাজের জন্য নিজেদের বাড়ির ছাদ খুলে দিয়েছিলেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদের সামনে ছিল কড়া পুলিশি পাহারা। এরপর আলীগড় এর মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছেন যে, প্রশাসনের নির্দেশকে তারা সম্মান জানাবে। এবং জুম্মার নামাজে কিছুটা অসুবিধে মেনে নেওয়ার জন্য মুসলিমদের কাছে আবেদন জানানো হয়েছে।


মুফতি খালিদ হামিদ জুম্মার নামাজের পর সব পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা মুসলিমদের নামাযের উদ্দেশ্যে নিজেদের বাড়ির ছাদ খুলে দিয়েছিলেন।

সম্পর্কিত খবর