২০২২ সালের আগে নেওয়া হবে না নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের আবেদন, জানাল A.I.C.T.E

বাংলাহান্টঁ ডেস্কঃ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন ( A.I.C.T.E) সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে তারা আর নতুন কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের অনুমতি দেবে না। জানা যাচ্ছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিতে বিশাল সংখ্যায় আসন খালি থাকাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন ( A.I.C.T.E)  এর এই সিদ্ধান্তের কারন।

   

বলা যায় এই সিদ্ধান্তের ফলে ইঞ্জিনিয়ারিং পড়ায় ব্রেক লাগাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন। ২০২২ সালের আগে নেওয়া হবে না নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞাপন। ভারতে আন্ডারগ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা মিলিয়ে আসন রয়েছে ২৭ লাখ। পোস্ট গ্রাজুয়েশন স্তরে রয়েছে ১ লাখ ৮০ হাজার আসন। AICTE-র নতুন হ্যান্ডবুকে বিস্তারিতভাবে আগামী শিক্ষবর্ষ সংক্রান্ত নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আইআইটি হায়দরাবাদের চেয়ারম্যান বিভিআর মোহন রেড্ডির সভাপতিত্বে কাউন্সিল কমিটির এই বৈঠক আয়োজন করেছিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন ( A.I.C.T.E) । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২২ সালের আগে নেওয়া হবে না নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের আবেদন।

প্রসঙ্গত, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন ( A.I.C.T.E)  তথ্য অনুযায়ী ২০১৯ সালে মাত্র ৬ লাখ গ্র্যাজুয়েট ক্য়াম্পাস প্লেসমেন্টে চাকরি পেয়েছিলেন। গত চার বছরের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে ৫১৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ।

টেকনিক্যাল এডুকেশন ফর অল ইন্ডিয়া কাউন্সিল (এআইসিটিই) হ’ল উচ্চ শিক্ষা বিভাগ, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে কারিগরি শিক্ষার জন্য একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং একটি জাতীয় স্তরের কাউন্সিল। এআইসিটিইআই এর সনদ অনুসারে ভারতীয় প্রতিষ্ঠানগুলিতে নির্দিষ্ট বিভাগের অধীনে স্নাতকোত্তর এবং স্নাতক প্রোগ্রাম অনুমোদন দেয়।

সম্পর্কিত খবর