কুম্বলের মত আর কেউ ভারতীয় দলে আমার জায়গা নিশ্চিত করে নি, গৌতম গম্ভীর।

ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে 132 ম্যাচের 619 টি উইকেট নিয়েছিলেন। তবে সেই সময় ডিআরএসের কোনো সুবিধা ছিল না। সেই কারণেই প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর মনে করেন সেই সময় যদি ডিআরএস থাকতো তাহলে 900 উইকেটের মালিক হতে পারতেন অনিল কুম্বলে। ডিআরএস না থাকায় সেই সময় অনেক উইকেট পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিল কুম্বলেকে। একই সাথে গৌতম গম্ভীর দাবি করেছেন হরভজন সিংও 700 উইকেটের মালিক হতে পারতেন ডিআরএস সুবিধা থাকলে।

এইদিন তারকা ওপেনার গৌতম গম্ভীর দাবি করেছেন যে ভারতের দুজন শ্রেষ্ঠ স্পিনার হলেন অনিল কুম্বলে এবং হারভজন সিং। তবে গম্ভীরের আক্ষেপ তারা নিয়মের বেড়াজালে পড়ে কখনোই সামনের পা-এ এলবিডব্লিউর সুবিধা পাননি। ভারতীয় তারকা ওপেনার গৌতম গম্ভীর দাবি করেছিলেন যে, যে কজন ভারত অধিনায়কের নেতৃত্বে তিনি খেলেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন অনিল কুম্বলে।

গৌতম গম্ভীর জানিয়েছেন যে 2008 সালে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছিলাম সেই সময় আমার উপর অগাধ ভরসা রেখেছিলেন অধিনায়ক অনিল কুম্বলে। তিনি জানিয়েছেন যে কুম্বলে আমাকে ভরসা করে ওপেনিংয়ে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে, চারটি টেস্টে মোট আটটি ইনিংস পাওয়া যাবে। আমি যদি রান নাও করতে পারি তবু আমার কোন চিন্তা নেই। এইদিন অধিনায়ক অনিল কুম্বলের অনেক প্রশংসা শোনা গেল গৌতম গম্ভীর মুখে। তিনি দাবি করলেন যে সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির মত যদি অনিল কুম্বলে দীর্ঘদিন ভারতের অধিনায়কত্ব করতেন তাহলে আরও অনেক বেশি উন্নতি হত ভারতীয় ক্রিকেটের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর