দুঃসংবাদ! মে মাসে রান্নার গ্যাসে ভর্তুকি দেবে না মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ মে মাসে রান্নার গ্যাসে ( lpg) পাওয়া যাবে না কোনো ভর্তুকি, এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল ( ioc)। তবে এই সিদ্ধান্তে কিছু ক্ষতি হবে না সাধারন মানুষের, কলকাতায় ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম 190 টাকা কমেছে অন্যদিকে গত মাসের রান্নার গ্যাস কেনার পর গ্রাহকরা 189 টাকা 70 পয়সা ভর্তুকি পেয়েছেন। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের থেকেও কম দামে গ্যাস পাচ্ছেন গ্রাহকেরা।

ujjwala yojana

এর আগে, লকডাউনের পরিস্থিতিতে দেশের গরীব মানুষের জন্য সরকার ১.7 লক্ষ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষনা করেছে। যার একটি অংশ হ’ল উজ্জ্বলা যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ। এই প্রকল্পের আওতায় নিবন্ধিত মহিলারাই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের মোবাইল নম্বর গ্যাস সংস্থায় নিবন্ধিত রয়েছে, কেবল তারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই সরকার সিলিন্ডার সরবরাহও শুরু করেছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ১৪.২ কেজি মাত্র তিনটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। প্রতি মাসে বিনামূল্যে একটি সিলিন্ডার পাবেন গ্রাহকেরা। যাদের ৫ কেজি সিলিন্ডার রয়েছে তাদের ৩ মাসের মধ্যে মোট ৮ টি সিলিন্ডার দেওয়া হবে। অর্থাত্, এক মাসে সর্বাধিক ৩ সিলিন্ডার বিনামূল্যে থাকবে।

পাশাপাশি, ২০১৪ সালের পর ২০২০ অর্থবছরের শুরুতে সর্বনিম্ন হল প্রাকৃতিক গ্যাস। দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের বিক্রয় মূল্য ২৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে এক ধাক্কায় অনেক খানি কমে যাবে গ্যাসের দাম। তবে এর জেরে রিলায়েন্স, ওএনজিসির মতো গ্যাস উত্পাদনকারী সংস্থাগুলির আয় ব্যাপক পরিমাণে হ্রাস করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রকের পরিকল্পনা ও বিশ্লেষণ সেল (পিপিএসি) জানিয়েছে যে ভারতে বর্তমান গ্যাস উৎপাদনের বড় অংশের ব্যয় এখন এপ্রিল থেকে পরবর্তী ছয় মাসের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিটু) প্রতি ২.৯৯ ডলার হবে। এতদিন পর্যন্ত এই দাম ছিল মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট প্রতি $ 3.23।

সম্পর্কিত খবর