৫ জুনের চন্দ্রগ্রহণে করা যাবে পুজো, খোলা থাকবে মন্দির ; জেনে নিন কেন

বাংলাহান্ট ডেস্কঃ পরপর তিনটি গ্রহণ এর সাক্ষী হত চলেছে পৃথিবী। জুন মাসে চন্দ্রগ্রহণ হবে ৫ জুন, ২১ জুন হবে সূর্যগ্রহণ, এবং জুলাই মাসে ৫ জুলাই পরপর তিনটি গ্রহণ হবে। এর আগে ১৯৬২ এমনই পরপর তিনটি গ্রহন হয়েছিল। ৫৮ বছর আগে, পয়লা জুলাই চন্দ্রগ্রহণ হয়েছিল, ৩১ জুলাই একটি সূর্যগ্রহণ এবং ১৫ ই আগস্টে আবার একটি মান্দ্য চন্দ্রগ্রহণ হয়েছিল।

   

০৫ জুন প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। যা এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণটি জানুয়ারী 10 এ হয়েছিল। এই চন্দ্রগ্রহণটি 05 জুন রাত 11: 15 টা থেকে শুরু হয়ে 06 জুন অবধি দুপুর ২:৩৪ অবধি চলবে। জ্যোতিষ অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠ নক্ষত্রে দৃশ্যমান। একই সাথে, সূর্যগ্রহণের তারিখ 21 শে জুন হিসাবে বলা হচ্ছে। সূতক কাল এই সময়ের মধ্যে অনুসরণ করা হবে।

সুতাক চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে লাগে, তবে ৫ ই জুনের চন্দ্রগ্রহণে সূতকের কোনও প্রভাব পড়বে না জ্যোতিষশাস্ত্র অনুসারে, এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়, এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ মাত্র।

ভারতীয় জ্যোতিষ ও পঞ্জিকা মতে, আংশিক-চন্দ্রগ্রহণকে চন্দ্রগ্রহণ হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়নি। এই কারণেই 10 জানুয়ারী শুক্রবার এই চন্দ্রগ্রহণের সূতক কাল হবে না। এই সময়কালে সমস্ত ধরণের ধর্মীয় কাজ নিষিদ্ধ, তবে এই চন্দ্রগ্রহণ সূতক সময় গ্রহণ করবে না, যার কারণে সমস্ত ধর্মীয় কাজও সম্পন্ন হবে এবং মন্দিরের দরজাও উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রের কর্তা। মকর রাশিতে অবস্থিত ভাকরি শনি-তে সম্পূর্ণ তৃতীয় স্থানে থাকবে। ফলে মীন রাশিতে অবস্থিত মঙ্গল গ্রহের উপর পড়ে মঙ্গল সূর্যের দিকে এবং শনি ও বৃহস্পতির সংমিশ্রনের দিকে থাকবে। যার ফলে বড় ধরনের ভূমিকম্পের যোগ রয়েছে বলেই মনে করছেন জ্যোতিষীরা। পাশাপাশি বৃষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং মীন রাশির জাতকদের সতর্ক হতেও বলা হচ্ছে।

সম্পর্কিত খবর