ভারতের জাতীয় পতাকা উলটো করে ধরে ছোঁড়াছুঁড়ি! দেশকে অসম্মানের অভিযোগে কাঠগড়ায় নোরা ফতেহি

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেও প্রশংসার বন‍্যায় ভাসছিলেন নোরা ফতেহি (Nora Fatehi)। রাতারাতি বাহবা বদলে গেল নিন্দায়। কাতারে ফিফা ফ‍্যান ফেস্টিভ‍্যালে পারফরম‍্যান্সের সময়ে ভারতের জাতীয় পতাকা উলটো করে ধরে দেশবাসীর ক্ষোভের মুখে পড়লেন নোরা। রীতিমতো তুলোধনা করা হচ্ছে তাঁকে।

ফিফা বিশ্বকাপের অন‍্যতম থিম সংয়ের মিউজিক ভিডিওর অংশ ছিলেন নোরা। এই প্রথম কোনো ভারতীয় এটা করে দেখালেন। সম্প্রতি কাতারে ফিফা ফ‍্যান ফেস্টে পারফর্ম করেন তিনি। নাচের পর উপস্থিত জনতাদের থেকে একটি ভারতের জাতীয় পতাকা চান নোরা। পেয়েও যান তিনি।

Nora fatehi bangladesh
প্রথমে পতাকাটি সোজা করে ধরলেন পরে সেটি উলটো করেই নাড়াতে থাকেন অভিনেত্রী। ক্ষণিকের জন‍্য নিজের গায়েও পতাকাটি জড়ান তিনি। হিন্দিতে ‘জয় হিন্দ’ ধ্বনি দিয়ে নোরা বলেন, ভারত ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারেনি ঠিকই, কিন্তু এই মঞ্চেই ভারত বিশ্বকাপের অংশ হয়ে উঠল।

নোরার ভিডিওটি ভাইরাল হতে প্রশংসার ঢল নেমেছিল নেটপাড়ায়। মরোক্কান অভিনেত্রী আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম তুলে ধরায় তাঁকে ধন‍্য ধন‍্য করেছিলেন নেটনাগরিকরা।
কিন্তু সব প্রশংসা নিন্দায় বদলে যেতে বেশি সময় লাগল না। জাতীয় পতাকা উলটো করে ধরায় নোরার উপরে চটে লাল হলেন ভারতীয়রা।

একজন লিখেছেন, অভিনয় বা পারফরম‍্যান্সই সব নয়। এভাবে জাতীয় পতাকা নিয়ে ছোঁড়াছুঁড়ি করে দেশকে অপমান করেছেন নোরা। আরেকজনের ক্ষোভ, ভারতের যখন প্রতিনিধিত্ব করছেন তখন দেশকে সম্মান করতেও শিখুন নোরা।

https://www.instagram.com/reel/CljduQ9h5lP/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, এই প্রথম কোনো ভারতীয় ফিফা বিশ্বকাপের থিম সংয়ে জায়গা করে নিলেন। এর জন‍্য প্রথম থেকেই চর্চায় ছিলেন নোরা। এমনকি কাতারে পারফর্ম করবেন বলে বাংলাদেশেও না নাচার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু ভাইরাল হতে গিয়ে উলটে আরো বিপদ ডেকে আনলেন নোরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর