রবিবারের প্ল্যান ভুলে যান! রাত পোহালেই ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়: আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে ফের দুর্যোগের পূর্বাভাস। সবে দু’দিন হল কমেছে বৃষ্টি। ঘন কালো মেঘ সরিয়ে উঁকি দিয়েছে রোদ। এরই মাঝে ফের বর্ষণ! আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী বৃষ্টি (Heavy Rainfall) হবে। রবিবারও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণে।

রবিতে কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২২ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হবে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সেভাবে ভারী বৃষ্টি কাল হবে না দক্ষিণবঙ্গের কোথাও।

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এইসব জেলায়। এরপর সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। ২৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

south bengal weather

আরও পড়ুন: একসঙ্গে বহু সুপারহিট গান, এবার বন্ধুত্ব ভেঙে খান খান! এই সামান্য কারণেই বিবাদ শ্রেয়া-সোনুর

ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। শনিবারই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে সোমবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ। যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর