ক্যারাম বোর্ড না কিনে দিতে পারায় স্ত্রীকে তালাক স্বামীর

বাংলা হান্ট ডেস্ক : সংসদে তিন তালাক বিরোধী বিল পাস হয়েছে৷ এখন থেকে শুধুমাত্র তিনটি শব্দে তালাক নয় তিন তালাক অপরাধ বলে গণ্য করা হবে,নিয়ম জারি হয়েছে গোটা দেশে৷ যদিও তিন তালাক বিরোধী বিল পাস হওয়া নিয়ে সংসদ উত্তাল হয়েছিল৷ কিন্তু তিন তালাক বিরোধী বিল পাস হওয়ার পর এখনও অবধি পরিস্থিতি বদলায়নি অনেক জায়গাতেই৷ তার প্রমাণ মিলল এ বার রাজস্থানে৷

স্ত্রী ক্যারাম বোর্ড কিনে দিতে না পারায় তাঁকে তিন তালাক দিল স্বামী৷ স্বামীর তিন তালাক দেওয়ার পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন রাজস্থানের বরণ জেলার সবরুন্নিসা৷ ওই যুবতী জানিয়েছেন প্রায়ই ছোটখাটো বিষয় নিয়েই তাঁর স্বামী তাঁকে অত্যাচার করতেন৷ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি কিন্তু তা সত্ত্বেও রাস্তাঘাটে দেখা হলেই পিছু নিতেন তাঁর স্বামী৷

সেই ভাবে একদিন রাস্তায় তাঁর পিছু নিয়ে একটা ক্যারাম বোর্ড কিনে দেওয়ার কথা বলে শাকিল আহমেদ৷ কিন্তু ক্যারাম বোর্ড দিতে না রাজি হলে তাঁকে তাঁর স্বামী তিন তালাক দেন বলে অভিযোগ করেছেন ওই যুবতী৷ ওই যুবতীর আরও অভিযোগ বারবার তাঁর স্বামী তাঁর থেকে টাকা নিতেন কিন্তু টাকা দিতে না পারলেই অকথ্য গালাগালি এবং কখনও কখনও শারীরিক নির্যাতনের শিকার হতে হত তাঁকে৷ তিন তালাককে ফৌজদারি তকমা দেওয়ার পরেও নির্যাতন বন্ধ হয়নি, তার প্রমাণ মিলল আবার৷

সম্পর্কিত খবর