‘ধোনি নয়, ভারতের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি’: পার্থিব প্যাটেল।

মহেন্দ্র সিং ধোনি নাকি সৌরভ গাঙ্গুলী? কে ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক? এই নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই চর্চার কোন শেষ নেই। এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল।

   

এক টিভি চ্যানেলের ক্রিকেট শো-তে গিয়ে পার্থিব প্যাটেল জানালেন একজন ভারত অধিনায়ক ট্রফি জিতেছেন আপরজন অধিনায়ক হিসাবে শ্রেষ্ঠ ভারতীয় দল তৈরি করেছেন, দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2000 সালে যখন ভারতীয় ক্রিকেটের কঠিন সময় চলছিল সেই সময় দলের হাল ধরে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন এনেছিলেন সৌরভ গাঙ্গুলী। এক শ্রেষ্ঠ ভারতীয় দল তৈরি করে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলেন সৌরভ গাঙ্গুলি।

পার্থিব প্যাটেল বলেন সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারত পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের ঘরের মাঠে তাদেরকে হারিয়েছে টেস্ট ম্যাচ জিতেছে। এছাড়াও 2003 সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপে কেউ ভাবতে পারেনি যে ভারতীয় দল ফাইনালে উঠবে কিন্তু সেই ভাঙ্গাচোরা দল নিয়ে ভারত ফাইনালে উঠেছিল। অপরদিকে ধোনি ভারত অধিনায়ক হিসাবে অনেক গুলি ট্রফি জিতেছেন। তবে যদি আমাকে ভোট দিতে বলা হয় তাহলে আমার ভোট দাদাকেই দেব কারন দাদা শূন্য থেকে শক্তিশালী দল তৈরি করেছিলেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর