ধোনি নয়, বিরাট কোহলিই সৌরভের যোগ্য উত্তরসূরি: ডেভিড লয়েড।

সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি। এই কয়েকদিনে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতীয় অধিনায়করা। কোন ভারত অধিনায়ক তার উত্তরসূরির জন্য কেমন শক্তিশালী দল রেখে গিয়েছেন এই নিয়ে এই কয়েকদিন বিস্তর তর্ক-বিতর্ক হয়। তবে এবার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড লয়েড অবশ্য কোনো প্রকার তর্ক বিতর্কে না গিয়ে সরাসরি বলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির যোগ্য উত্তরসূরি মহেন্দ্র সিং ধোনি নয় বরং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

   

সৌরভ গাঙ্গুলির প্রশংসা করে ডেভিড লয়েড বলেন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার আগেও ভারতীয় দল অনেক ম্যাচ জিতেছে তবে সেই সমস্ত দেশের মাটিতে। সৌরভ গাঙ্গুলির হাত ধরেই ভারত বিদেশের মাটিতে সিরিজ জিততে শুরু করে। 2000 সালের পর ভারতীয় ক্রিকেটে যে আমূল পরিবর্তন এসেছে তার একমাত্র কারিগর হচ্ছেন সৌরভ গাঙ্গুলি।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড লয়েডের মতে, মহেন্দ্র সিং ধোনির নয় বরং বিরাট কোহলি হচ্ছেন সৌরভ গাঙ্গুলির যোগ্য উত্তরসূরি। কারণ অতীতে সৌরভ গাঙ্গুলির মধ্যে যে আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে সেই একই আগ্রাসন লক্ষ্য করা যায় বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির মধ্যেও। সৌরভ গাঙ্গুলি যেভাবে ভারতীয় দলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলিও একই ভাবে ভারতীয় দলকে পরিচালনা করছেন এবং বিরাট কোহলির হাত ধরেও বর্তমানে ব্যাপক সাফল্য লাভ করছে ভারতীয় ক্রিকেট দল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর