শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ: বিস্ফোরক দাবি ক্রিস গেইলের।

পুলিশি নির্মমতার শিকার হয়ে মৃত্যু ঘটেছে জর্জ ফ্লুয়েডের। জর্জ ফ্লুয়েডের মৃত্যুতে এই মুহূর্তে উত্তাল পুরো মার্কিন মুলুক। মার্কিন মুলুকের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এবার ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল সরব হলেন ক্রিকেটের বর্ন বৈষম্য নিয়ে।

   

এইদিন বর্ন বৈষম্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে ক্রিস গেইল লিখেন, ‘কালো মানুষরাও দামি, কালো মানুষদেরও জীবনের দাম আছে। বর্ন বৈষম্য নিপাত যাক। কৃষ্ণাঙ্গ মানুষদের বোকা ভাববেন না, ভাবা বন্ধ করুন। আমি সেই সকল কৃষ্ণাঙ্গ মানুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চাই যারা নিজেদের সব সময় ছোট মনে করেন এবং অন্যের থেকে নিজেকে সরিয়ে রাখেন। আমি নিজে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরেছি, এখনও ঘুরছি। আমাকেও বহুবার বিশ্বের নানা জায়গায় বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের শিকার হতে হয়েছে।

এরই পাশাপাশি ক্রিস গেইল বলেন শুধুমাত্র ফুটবলেই বর্ণবিদ্বেষের শিকার হতে হয় না। ক্রিকেটের ক্ষেত্রেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। আমি নিজে কালো বলে আমার নিজের দলেই বর্ন বিদ্বেষ মূলক মন্তব্যের শিকার হয়েছি। কিন্তু কৃষ্ণাঙ্গ হিসাবে আমি সবসময় গর্ববোধ করি, এর জন্য আমার কোন লজ্জা নেই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর