গরুকে জাতীয় পশু, বাঘকে জাতীয় প্রতীক করা হোক, দাবি এক হিন্দু ধর্মগুরুর

বাংলা হান্ট ডেস্ক : বাঘের বদলে গরুকে জাতীয় পশুর তকমা দেওয়া হোক একই সঙ্গে বাঘকে জাতীয় প্রতীক করা হোক এমনই দাবি তুললেন এক হিন্দু ধর্মগুরু। কর্নাটকের উদুপি যাওয়ার মাঠের প্রধান বিশ্বেসতীর্থ স্বামী মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করে নতুন বিতর্কের সূচনা করেন এই হিন্দু ধর্মগুরু।

যদিও তিনি এখানেই থেমে থাকেননি কেন্দ্রের কাছে গরুর কসাইখানা পুরোপুরি ভাবে বন্ধ করে অভিন্ন দেওয়ানি বিধি এবং জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করার দাবিও জানালেন এই হিন্দু ধর্মগুরু। তবে হঠাত্ বাঘের বদলে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার প্রস্তাবের কারণ কী? এই প্রশ্নের উত্তরে হিন্দু ধর্মগুরু যুক্তি দিয়ে যেভাবে দেশের সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত হয়েছে সেই প্রসঙ্গ সামনে এনে দেশের শান্তি বজায় রাখতে গরুকে জাতীয় পশু ঘোষণা করার পরামর্শ দেন।

একই সঙ্গে তিনি আরও জানান গরুকে যদি জাতীয় পশু ঘোষণা করা হয় তা হলে দেশে কোনো সন্ত্রাসবাদীর জন্ম হবে না। যদিও মঙ্গলবারের সভা থেকে গঙ্গা নদীর শুদ্ধিকরণ এবং ভারতের সংস্কৃতি মেনে বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি রাখেন উদুপীর স্বামীজি। একই সঙ্গে তিনি বেঁচে থাকাকালীন অযোধ্যায় রাম মন্দির দেখে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর