এবার ‘দিদিকে বলো’র অনুকরণ! আমফানের জন্য ‘দিলীপদাকে বলো’ কর্মসূচি রাজ্য বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ আমফানের (Amphan) ত্রাণ নিয়ে অভিযোগ লেগেই রয়েছে। কোথাও পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। কোথাও আবার তাঁদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। যা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। এবার ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে সরাসরি ময়দানে নামল রাজ্য বিজেপি (BJP)। ‘দিদিকে বলো’র মতোই শুরু হচ্ছে ‘দিলীপদাকে বলো’।

রাজ্য বিজেপির পক্ষ থেকে আমফানের ক্ষতিপূরণ নিয়ে এবার একটি ওয়েবসাইট-ই লঞ্চ করে ফেলা হল। (https://amaderdilipda.in/cyclone-amphan/) লঞ্চ করা হয়েছে।

নির্দিষ্ট সেই সাইটে প্রবেশ করে আমফানে ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিপূরণ পাননি তাঁরা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিষয়টি সরাসরি জানাতে পারবেন। তবে অভিযোগ জানানোর জন্য ওয়েবসাইটে দিতে হবে অভিযোগকারীর নাম, মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর। অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেবেন সাংসদ।

আমফানের পর দেড় মাস পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন প্রান্তের ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারের তরফে প্রাপ্য ত্রাণ পাননি। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে পরিবারের সদস্যদের ত্রাণ পাইয়ে দিয়েছেন তৃণমূল নেতারা। চাপে পড়ে অনেক অভিযুক্ত অভিযোগ স্বীকারও করে নিয়েছেন। তাঁদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থাও নিয়েছে প্রশাসন।

কিন্তু এই গোটা বিষয়ে সমস্যা ভোগ করতে হচ্ছে দুর্গতদের। সেই কারণেই, তাঁদের কথা ভেবে বিজেপির এই নয়া উদ্যোগ। প্রসঙ্গত, বিজেপির তরফে ক্ষতিগ্রস্তদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে, যেটি কেন্দ্রে পাঠানো হবে।

সম্পর্কিত খবর