শিক্ষকদের জন্য দারুন খবর: বদলির আবেদন করা যাবে অনলাইনেই

বাংলা হান্ট ডেস্ক :বর্তমানে যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেন্ট্রাল হয়ে গিয়েছে তাতে রাজ্যের প্রার্থীদের কখনও উত্তরের দিক থেকে দক্ষিণে আবর পূর্ব থেকে পশ্চিমে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে প্রার্থীদের চাকরি দেওয়া হল উত্তরবঙ্গে। আবার কখনও কেয়কটি জেলার পরে। আর এভাবেই সমস্যায় পড়েন বিশেষ করে শিক্ষিকারা।
বদলির ক্ষেত্রে তো একাধিক সমস্যা দেখা যায়।

তার ওপরে আবার নিয়োগের বেশ কেয়কবছর অপেক্ষার পর তবে বদলি। তাও আবারহ মন পসন্দ হয় না। অনেক সময় এই ভাবে বদলিতে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তাই এবার বদলিতে স্বচ্ছতা আনতে কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য সরকার। আর অফলাইনে কিংবা অন্যান্য জেলার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে করে মোবাইলের ব্যালেন্স অপচয় ও সময় অপচয় করতে হবে না।

কারণ এবার থেকে অনলাইনেই আবেদন করা যাবে বদলির জন্য। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা কমিয়ে এনে গোটা প্রক্রিয়া অনলাইনে করতে চাইছে রাজ্য সরকার।ইতিমধ্যেই সমস্ত তোড়জোড় সাড়াও হয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। যেহেতু অনুমোদনের অভাবে এতদিন আটকে ছিল এবার তা থেকে নিষ্পত্তি হবে। রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি পোর্টাল চালু করা হবে। যেখানে বদলি সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।

তাই আর কারোর তাবেদারি নয় একেবারে সরাসরি নিজের সমস্যার কথা জানাতে পারবেন শিক্ষকরা। আর এরমাধ্যমে শিক্ষক নিয়োগ থেকে অন্যান্য প্রক্রিয়াগুলি খুব শীঘ্র সকলের প্রকাশ্যে চলে আসবে বলেই আশা করা য়াচ্ছে। যেমন কোন স্কুলে কত পড়ুয়া, আর কোন স্কুলে কত শূন্য পদ, কোন বিষয়ের শূন্যপদ এই সমস্ত বিষয়। তাই যারা এতদিন ধরে বদলির প্রহর গুণছেন অবশ্যই চোখ রাখুন এই পোর্টালে।

সম্পর্কিত খবর