ট্র্যাকে ছুটল ভারতের সর্বোচ্চ গতির ট্রেন, জানুন ১৭ কিমি সফর করতে কত সময় লাগল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা। ঠিক সেই আবহেই এবার বড়সড় খবর সামনে এল। পাশাপাশি, দিল্লি-এনসিআরের বাসিন্দাদের জন্য মিলল সুখবরও। ইতিমধ্যেই দেশের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (Regional Rapid Transit System, RRTS) করিডোর দিল্লি এবং মিরাটের মধ্যে নির্মিত হচ্ছে।

এমতাবস্থায়, সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত এই ট্রেনের প্রায়োরিটি সেকশন প্রস্তুত হয়েছে এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, RapidX ট্রেনের ট্রায়াল রানও শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই RapidX ট্রেন সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত মোট ১৭ কিলোমিটারের দূরত্ব মাত্র ১২ মিনিটে অতিক্রম করেছে।

   

শুধু তাই নয়, এই ট্র্যাকে RapidX ট্রেন প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে চালানো হয়। জানিয়ে রাখি যে, এই ট্রেনটি ১৮০ কিলোমিটার বেগে চলতে পারে। আর এইভাবেই এটি দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের তকমা পেয়েছে। শীঘ্রই RRTS-এর সাহিবাবাদ-দুহাই সেকশন যাত্রীদের জন্য খোলা হতে পারে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: মানুষের রক্ত চেটে খাচ্ছে কুকুর, মর্মান্তিক দৃশ্য চন্দননগর হাসপাতালের! ভিডিও দেখে শিউরে উঠবেন

এই প্রসঙ্গে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনের (National Capital Region Transport Corporation, NCRTC) আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে, আপাতত ট্রায়ালের জন্য ট্র্যাকে RapidX ট্রেন চালানো হচ্ছে। সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খালি ট্রেনের ট্রায়াল রান চলছে। পাশাপাশি, ওই ট্রেন প্রতি ১৫ মিনিট অন্তরও চালানো হচ্ছে। যাতে সেটির প্রযুক্তিগত সমস্যাগুলি পরীক্ষা করা যায়। এমতাবস্থায়, এই প্রকল্পটি সামগ্রিকভাবে ২০২৫ সালে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: টিকিট ক্যান্সেল না করে বদলে ফেলুন যাত্রার তারিখ! কোটি কোটি যাত্রীদের বড় উপহার রেলের

প্রসঙ্গত উল্লেখ্য যে, দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডোর মোট ৮২ কিলোমিটার দীর্ঘ। সর্বোচ্চ গতির ওপর ভর করে RapidX দিল্লি থেকে মিরাট পর্যন্ত এই দূরত্ব মাত্র ৬০ মিনিটের মধ্যে সম্পন্ন করবে। তবে শীঘ্রই সাধারণ মানুষ সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত প্রায়োরিটি সেকশনে সফরের সুযোগ পেতে পারেন। ১৭ কিলোমিটার দীর্ঘ এই অংশটিতে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল সাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো।

Now the fastest train of india started running

কোথায় কোথায় তৈরি হচ্ছে RRTS করিডোর: উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারের মেট্রো রেল সেফটি কমিশনার সাহিবাবাদ-দুহাই ডিপো সেকশনে RapidX ট্রেন চালানোর অনুমোদন দিয়েছেন। এদিকে, দিল্লি-মিরাট ছাড়াও দিল্লি-গুরুগ্রাম-এসএনবি-আলওয়ার এবং দিল্লি-পানিপথে RRTS করিডোর তৈরি করার পরিকল্পনা রয়েছে। দিল্লি-গুরুগ্রাম-এসএনবি-আলওয়ারের কাজটি তিনটি ধাপে করা হবে। এর প্রথম অংশটি হবে ১০৭ কিলোমিটার দীর্ঘ। এটি দিল্লির সরাই কালে খান থেকে শুরু হয়ে এসএনবি আরবান কমপ্লেক্স (শাহজাহানপুর-নিমরানা-বেহরোর) পর্যন্ত যাবে। দিল্লি-পানিপথ করিডোর মুর্থল, গান্নাউর, সামালখা এবং পানিপথের মতো শহরগুলিকে সংযুক্ত করবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর