গাড়ি চালানোর জন্য আর প্রয়োজন হবে না পেট্রোলের,জেনে নিন বিস্তারিত

 

বাংলা হান্ট ডেস্ক : গাড়ি চালাতে গেলে ডিজেল পেট্রোলের দরকার পড়ে সে কথা আমাদের জানা। তবে পেট্রোল বা ডিজেলের নয়, বিয়ারের সাহায্যে চলবে গাড়ি কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই সত্যি।

ব্রিটেনের একদল গবেষক গাড়ি চালানোর জ্বালানি নিয়ে গবেষণা করছিলেন বহুদিন ধরে। যে পেট্রোলের বিকল্প হিসেবে গাড়ি চালানোর জন্য কি ব্যবহার করা যেতে পারে!

সম্প্রতি, এই প্রশ্নের উত্তরের হাল বার করে ফেলেছেন তারা। তারা জানিয়েছেন পেট্রোলের বিকল্প হিসেবে বিয়ার ব্যবহার করা যেতে পারে কারণ গাড়িতে পেট্রোল ঢাললে তার থেকে ইথানল তৈরি হয় আর সেই শক্তিতেই গাড়ি চলে। আর বিয়ার থেকে পাওয়া যায় পিটানোর যা ইথানল এর বিকল্প হিসেবে কাজ করে।

এতএব পেট্রোল এর বদলে বিয়ার দিয়েও চালানো যাবে গাড়ি। তবে সে ক্ষেত্রে বিয়ারে অনুঘটক ব্যবহার করতে হবে। আপনি একবার আপনার গাড়িতে পেট্রোল এর বদলে বিয়ার ঢেলে দেখবেন নাকি!

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর