নাসায় চাকরি করার সুযোগ এবার আপনার সামনেও, আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ

বাংলাহান্ট ডেস্কঃ নাসায় চাকরি করার ইচ্ছে থাকে অনেকেরই। কিন্তু পৃথিবীর সেরা মহাকাশ সংস্থায় চাকরি করার সুযোগ সকলে পায় না। খবর অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে এবার আপনিও চাকরি করতে পারেন নাসায়।

নাসা গত ৫০ বছরে চাঁদে মানুষ পাঠায় নি। এবার তারা নতুন করে চাঁদে ,মানুষ পাঠাতে উদ্যোগী হয়েছেন। জানা যাচ্ছে ২০২৪ সালের মধ্যেই নাসা চাঁদে মহাকাশ্চারী পাঠাবে। নাসা জানাচ্ছে ইতি মধ্যেই তারা পরবর্তী মিশনের জন্য লোক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে।

নাসা জানিয়েছে, আবেদন করা যাবে ২ থেকে ৩১ মার্চ পর্যন্ত৷ এর জন্য প্রাথমিকভাবে আপনাকে হতে হবে বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী ৷ অঙ্ক বা বিজ্ঞানে মাস্টার ডিগ্রি থাকাও আবশ্যিক৷ এছাড়াও ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও অঙ্কে মাস্টার ডিগ্রি থাকলেও অবেদন করতে পারবে।

কিন্তু শর্ত একটাই, নাসায় চাকরি পেতে গেলে আপনার মার্কিন নাগরিকত্ব থাকতেই হবে৷ অবশ্য এ ক্ষেত্রে দু দেশের নাগরিক হলেও অসুবিধা নেই৷ তবে অর্থাত্‍ আপনি ভারতীয় এবং মার্কিন নাগরিকত্বো রয়েছে, এরকম হলেও নাসা-র এই চাকরিতে আবেদন করতেই পারেন৷

সম্পর্কিত খবর