fbpx
টাইমলাইনপশ্চিমবঙ্গ

এবার সোনাগাছিতে শুধু মহিলা যৌনকর্মীই নয়, পাওয়া যাবে পুরুষকর্মীও

 

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের একটি বড় নিষিদ্ধ পল্লী মধ্যে পড়ে শোভাবাজারের সোনাগাছির নাম উঠে আসে তবে সোনাগাছিতে এতদিন শুধুমাত্র মহিলা যৌনকর্মী পাওয়া যেত এবার থেকে সোনাগাছি তে পাওয়া যাবে পুরুষ যৌনকর্মীও।

এবার থেকে শুধুমাত্র কোনি ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ না করেই সোনাগাছিতে যোগাযোগ করলেই পাওয়া যাবে জিগোলোর পরিষেবা। এদিক দিনে দিনে মানুষের যৌন চাহিদা বেড়েই চলেছে যৌন সুখ মেটানোর জন্য শুধুমাত্র ছেলেরাই নয় এখনকার দিনে এগিয়ে থাকছে মেয়েরাও।

এদিকে এসকর্ট সার্ভিসের দৌলতে এবছরেও গত কয়েক বছরের তুলনায় বেড়েছে জিগোলোর পরিষেবা।

শুধুমাত্র পুরুষ যৌন কর্মীই নয় এসকর্ট সার্ভিসের মাধ্যমে কলকাতায় আগের তুলনায় সংখ্যা বেড়েছে প্রচুর কল গার্ল এরও। অতিরিক্ত অর্থ এবং রঙিন জগতের হাতছানিতে এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত হচ্ছে অভিজাত শ্রেণীর প্রচুর পুরুষ ও মহিলা। বিশেষ করে দেখা যাচ্ছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই কাজে বেশি আগ্রহী হয়ে পড়ছেন।

Back to top button
Close
Close