সংযুক্ত মোর্চার একমাত্র সলতেকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব! মুখ খুললেন খোদ নওশাদ

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার একমাত্র সলতে নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। বিধানসভায় জোটের একমাত্র এই বিধায়কের স্থান হয়েছে তৃণমূলের উত্তরবঙ্গের এক বিধায়কের পাশেই। বিধানসভার কর্মী থেকে শুরু করে জনপ্রিতিনিধিরা, সকলেই তাঁকে খুব সহযোগিতা করেন বলেই জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিকি।

তাপস রায় এবং নির্মল ঘোষ, একজন চিফ হুইপ অন্যজন ডেপুটি চিপ হুইপকেই বিধানসভায় নিজের ‘শিক্ষক’ বলে দাবি করলেন নওশাদ সিদ্দিকি। সঙ্গে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিষ চক্রবর্তীও তাঁকে ‘গাইড’ করেছেন বলে জানিয়েছেন বিধানসভার একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক।

নির্বাচনের প্রথম থেকে আজ পর্যন্ত, সংযুক্ত মোর্চার জোট নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে। নির্বাচনে ব্যর্থতার জন্য প্রত্যেকবারই দায়ী করা হয়েছে ISF-কে। এই প্রসঙ্গে নওশাদ জানিয়েছেন, ‘জোট গঠনের পূর্বে একাধিকবার বৈঠক করা হয়েছিল, সেই সময় এগুলো বলা উচিৎ ছিল। ISF থাকায় নির্বাচনে জোটের অনেক লাভ হয়েছে। রায়দিঘি, ওনদা, উলুবেড়িয়া, মীনাখা, রাজারহাট-নিউটাউন, ডায়মন্ড হারবারের মতো আসনে অনেক ভোট বেড়েছে বামেদের’।

কংগ্রেসের সঙ্গে এখনও ঠিকভাবে জমাটি বন্ধুত্ব না হলেও, সিপিএমের সঙ্গে সম্পর্ক বেশ গভীর। যদি জোট ভেঙ্গে যায়, তাহলে প্রান্তিক, খেটে খাওয়া মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়েই লড়াই চালাবে বলে জানালেন নওশাদ সিদ্দিকি।

বাংলায় জোটের একমাত্র সলতে হিসেবে জ্বলে উঠেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে তাঁর কাছেও তৃণমূল থেকে অফার এসেছিল বলে জানান নওশাদ। তবে দলবদলের জোয়ারে গা ভাসাতে নারাজ তিনি। জানিয়েছেন, ‘সরকারে থাকলে উন্নয়নমূলক কাজ করার সুবিধা যেমন অনেক বেশি থাকে, তেমনই কিন্তু ভাঙড়ের মানুষ আমাকে সরকার বিরোধী হিসেবেই ভোট দিয়েছে। তাঁদের বিশ্বাস, ভরসা আমি ভাঙতে পারব না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর