গ্রামের যুবকদের সেনা তৈরি করছেন এনএসজি কমান্ডো, নিজের মাঠে বানিয়েছেন ট্রেনিং সেন্টার

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে (Indian army) যোগদান প্রতিটি যুবক যুবতীরই একটি স্বপ্ন থাকে। কিন্তু সেখানে পৌঁছাতে গেলে অনেক কসরত করতে হয়। কঠিন পরিশ্রম, দৈহিক বল এবং কর্মঠ হলে তবেই ভারতীয় সেনার অঙ্গ হওয়া যায়। সেনাদের বিভিন্ন সময়ে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে গেলে, কঠোর মানসিক এবং শারীরিক বলের প্রয়োজন।

সেনা প্রশিক্ষণ দিচ্ছে কমান্ডো সন্দীপ সিং
নিজের গ্রামের যুব সম্প্রদায়কে দেশ সেবার কাজে উত্তীর্ণ করার জন্য নিজের কাধ্যেই এই সেনা তৈরির দায়িত্ব তুলে নিলেন এনএসজি কমান্ডো (NSG Commando) সন্দীপ সিং শেখাওয়াত। রাজস্থানের ঝুনঝুনু জেলার আলসিসর গ্রামের বাসিন্দা তিনি। নিজের মাঠেই তিনি সেনাবাহিনীতে যোগদানের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন।

trainingtoyouthforindianarmyinjhunjhunu 1594122439

দিল্লীতে এনএসজি কমান্ডো পদে নিযুক্ত ছিলেন সন্দীপ সিং শেখাওয়াত। তবে বাড়িতে গত ৩ মাস ধরে তিনি গ্রামের বেশকিছু যুবককে সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রশিক্ষিত করছেন। তিনি জানালেন, দেশের সুরক্ষার কাজে সেনাবাহিনীতে যোগদানের সময় তাঁদের যাতে কোন সমস্যা না হয়, সেই কারণেই এই ট্রেনিং। প্রায় ৩০ জন যুবক যুবতী ভোর চারটে থেকে এই খামার বাড়িতে প্রশিক্ষণের জন্য উপস্থিত হয়। এখানে সমস্ত সরঞ্জাম রাখা আছে। নিখরচায় প্রশিক্ষণ দেওয়া হয়।

trainingtoyouthforindianarmyinbajawavillage 1594122431

এই কাজে যুক্ত রয়েছেন অনেকেই
শুধুমাত্র এনএসজি কমান্ডো সন্দীপ সিং শেখাওয়াতই নন, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার প্রতাপ সিং মুন্ডও একই ধরণের কাজ করে চলেছেন তাঁর গ্রাম বাজওয়াতে। গত ছয় মাস ধরে তিনি এই প্রশিক্ষণের কাজ করছেন। প্রায় ৬০ জন রয়েছে তাঁর এই প্রশিক্ষণ কেন্দ্রে। এমনকি তিনি জানিয়েছেন, তাঁদের ওখানকার যুব সম্প্রদায়ের মধ্যে সেনাবাহিনীতে যোগদানের অনেক ক্রেজ রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর