এবার নূপুর শর্মা বিতর্কে প্রথমবার মুখ খুললেন NSA অজিত দোভাল, দিলেন বড় বয়ান

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়েছিল সারাদেশ। শুধু ভারত নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও এর উত্তাপ গিয়ে পৌঁছেছিল। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল হিংসার আগুন। এই বিতর্কের পর ভারতের উপর চাপ সৃষ্টি করতে থাকে বিশ্বের নানা দেশ। দেশের নানা প্রান্তের উত্তাল পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

দোভালের মন্তব্য, এই বিতর্কে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু বিশ্বের কাছে যেভাবে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে তা সঠিক নয়। অনেকেই এই বিষয় নিয়ে অসত্য মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেন দোভাল। অন্যদিকে নূপুর শর্মার মন্তব্যে সমর্থন জানানোর পাশাপাশি নিজের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেছেন দল থেকে বহিষ্কৃত হওয়া নবীন জিন্দাল।

ইতিমধ্যেই অজিত জানিয়েছেন, “এই ঘটনার ফলে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে এই বিষয়ে নানা রকম অসত্য কথা প্রচার করা হচ্ছে। আমাদের উচিত এই বিষয় ওদের সাথে আলোচনায় বসে ওদের আশ্বস্ত করা।” কিছুদিন আগে আফগানিস্তানে গুরুদুয়ারায় ঘটে যাওয়া বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অজিত। এই পরিস্থিতিতে ভারত সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে নূপুর শর্মার পাশাপাশি গেরুয়া শিবির থেকে বিতর্কিত নেতা নবীন জিন্দালকে ছেঁটে ফেলার পর তিনি জানিয়েছেন, তিনি কখনোই কারো ভাবাবেগে আঘাত লাগুক তেমনটা চাননি। তার বক্তব্যকে ভুল ভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সপরিবারে বাঁকে বিহারী মন্দিরে এসে তিনি বলেছেন, “আমি বাঁকে বিহারীর কাছে প্রার্থনা করব সারাদেশ যেন শান্ত থাকে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমাদের দেবদেবীর উদ্দেশ্যে যারা খারাপ আচরণ করেছিল তাদের উদ্দেশ্যেই আমি বার্তা দিতে চেয়েছিলাম। আমি সর্বধর্ম সমন্বয়ের বিশ্বাসী।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর