টিকটক ভিডিও এর অভিনেত্রী নয়, অসহায়দের পাশে দাঁড়াতে নুসরত পথে নামলেন তৃণমূল সাংসদ হয়ে

বাংলাহান্ট ডেস্ক: এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে টিকটক করার জন‍্য প্রচুর সমালোচিত হয়েছেন নুসরত জাহান (nusrat jahan)। বসিরহাটের দরিদ্র মানুষেরা খেতে পাচ্ছেন না, সেখানে সাংসদ অভিনেত্রী সেজেগুজে টিকটক করছেন! এমন বহু বাক‍্যবাণ ধেয়ে এসেছে নুসরতের দিকে। এতদিন এসবের কোনও উত্তরই দেননি তিনি। এবার নিজের কাজের মাধ‍্যমে যাবতীয় সমালোচনার জবাব দিলেন নুসরত।


এদিন প্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী নিয়ে অভিনেত্রী হাজির হন বেহালার এক বৃদ্ধাশ্রম ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের হোমে। তাদের হাতে নিত‍্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ালেন নুসরত।

https://www.instagram.com/p/B_ckYDUnIXI/?igshid=ortcjndzm30x

তাঁর কথায়, “খুব তাড়াতাড়ি বসিরহাটে ত্রাণ পাঠানোর ব‍্যবস্থা করছি আমরা। কয়েকটি কর্পোরেট সংস্থার সঙ্গেও কথাবার্তা হয়েছে এই বিষয়ে।” প্রসঙ্গত, কিছুদিন আগেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নুসরতের বাবা। করোনা আক্রান্ত হয়ে এতদিন হাসপাতালে ছিলেন তিনি। সেই সঙ্গে অভিনেত্রীও ১৪ দিন ছিলেন হোম কোয়ারেন্টাইনে।

https://www.instagram.com/p/B_sHkTUhJgX/?igshid=1qtbknz13n2np

https://www.instagram.com/p/B_sE4ZpBAjY/?igshid=ay7sh1t2peeb

প্রসঙ্গত, করোনার কারনে বাড়িতে থেকেই ইফতার করছেন নুসরত জাহান। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাসের রোজা রাখা। আগেই অনুরাগীদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত‍। সবাইকে প্রশাসনের নিয়ম মেনে বাড়িতে থেকেই নামাজ পড়তে ও ইফতার করতে বলেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর