লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব নুসরত

বাংলাহান্ট ডেস্ক: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই অধিবেশনে যোগ দিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। এবার ফের শুক্রবার সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন নুসরত। লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হলেন তিনি।

ব‍্যাঙ্ক সহ বিভিন সংস্থা বেসরকারিকরণের পদ্ধতি অনেক আগেই চালু হয়ে গিয়েছে। আগামীতে এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার মতো সংস্থাগুলি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই সংস্থাগুলি কেন্দ্রের জন‍্য যথেষ্ট লাভ জনক। তাহলে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? সরকার থেকে দাবি করা হয়েছে, দেশবাসীর আর্থিক উন্নতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কিন্তু সে কথা মানতে নারাজ তৃণমূল। সবুজ শিবিরের দাবি, এতে দেশের অর্থনৈতিক পরিকাঠামো আরো দুর্বল হয়ে পড়বে। সংসদে দাঁড়িয়ে দলের হয়ে নুসরত বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে সরকার নিজের কোষাগার ভরতে চাইছে। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেল, ভেলের মতো লাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করা হচ্ছে।

বসিরহাটের সাংসদের প্রশ্ন, লাভজনক সংস্থাগুলির উপরে এই কোপ কেন? বেসরকারিকরণ যদি করতেই হয় তবে অলাভজনক সংস্থাগুলিকে বিক্রি করছে না কেন সরকার? এমন ভাবে সংস্থার কর্মীদেরও ভবিষ‍্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। নুসরত অনুরোধ করেছেন, পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করা হোক। তিনি এও দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এসে জানান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভবিষ‍্যতের জন‍্য কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর