দায়িত্বজ্ঞানহীনের জন্য দেশ বিপদে পড়ছে: নিজামুদ্দিন কাণ্ডে মুখ খুললেন নুসরত জাহান

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাত নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। তিনি এই বিষয় নিয়ে কড়া নিন্দা করেন। আর এও জানান এই পরিস্থিতি খারাপ না হয় সবাই তাই বাড়িতে থাকুন। আর সবথেকে বড়ো কথা যেটা সবাই জ্বর, sordi হলে না লুকিয়ে ডাক্তার দেখান, চিকিৎসা করান।

   

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাত যাওয়ার পর প্রায় ৯ হাজার মানুষ চিন্তা আছেন। যাঁদের মধ্যে বেশিরভাগ মানুষের শরীরেই গেড়ে বসেছে COVID-19। যার জেরে আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর আক্রন্ত আরো বাড়তে পারে। এদিন

 

সাংসদ নুসরত জাহান নিজামুদ্দিনের ঘটনা প্রসঙ্গে বলেন, “কিছু মানুষের কারণে লক্ষ লক্ষ দেশবাসী বিপদের মুখে পড়েছেন। এটা তো দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। এক্ষেত্রে প্রশাসনের চেয়েও বেশি দায়ী সেসব মানুষেরাই। যাঁরা লকডাউন ঘোষিত হওয়ার পরও এই অনুষ্ঠানে ছিলেন।”

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।

সম্পর্কিত খবর