বসিরহাট কলেজে পতাকা উত্তোলন, জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড তৈরির প্রস্তাব তৃণমূল সাংসদ নুসরত জাহানের

বাংলাহান্ট ডেস্ক: ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে (independence day) বসিরহাট (basirhat) পৌঁছালেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। সঙ্গে স্বামী নিখিল জৈন। সেখানে বসিরহাট কলেজে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করে করোনা রোগীদের সঙ্গে দেখাও করেন নুসরত।
বসিরহাট কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন নুসরত ও নিখিল। পতাকা উত্তোলন করেন অভিনেত্রী। নেতাজির ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপস্থিত ছাত্রছাত্রী ও NCC ক‍্যাডেটদের সঙ্গে ছবিও তোলেন নুসরত।


এরপর বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান সাংসদ অভিনেত্রী। করোনা আক্রান্তদের সঙ্গে দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করেন। তাদের হাতে তুলে দেন ফল ও খাদ‍্যসামগ্রী।


বসিরহাটের জেলা স্বাস্থ‍্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকও সারেন নুসরত জাহান। জেলায় ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ‍্যার দিকে নজর রেখে হাসপাতালে একটি করোনা ওয়ার্ড খোলার প্রস্তাবও দেন তিনি।

   

প্রসঙ্গত, স্বাধীনতা দিবস উপলক্ষে সোশ‍্যাল মিডিয়াতে অনুরাগীদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি নুসরত। গিটারে ‘জনগণমন’ সুর তুলতে দেখা গিয়েছে তাঁকে। হাতে তুলে নিয়েছেন রঙ তুলিও।

https://www.instagram.com/p/CD4VhG7nWon/?igshid=1l27haz1qpaxh

স্বাধীনতা দিবসে নতুন ছবি ও ভিডিও শেয়ার করেছেন সাংসদ অভিনেত্রী। তবে এসবের মাঝে নিজের কর্তব‍্য যে তিনি ভুলে যাননি তার জন‍্য প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নুসরতের অনুরাগীরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর