যখন তৃণমূলের নেতারা মোদির বিরুদ্ধে করছিলেন ধর্না, তখন নুসরত মন দিয়ে শুনলেন মোদির ভাষণ

বাংলা হান্ট ডেস্ক : সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার তৃণমূলের সংসদীয় অফিসে বি আর আম্বেদকরের মূর্তির সামনেই শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে এক কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অন্যদিকে বিরোধীরাও সংসদে সংবিধান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। আর এই অনুষ্ঠানকে গুলিয়ে ফেলে বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান বাঁধিয়ে ফেললেন এক গণ্ডগোল।nusrat jahan

মঙ্গলবার যখন একদিকে তৃণমূলের সব সাংসদরা বি আর আম্বেদকরের মূর্তির সামনেই জমায়েত হয়েছেন ঠিক সেখানে দেখা গেল না বসিরহাটের সাংসদকে । কারণ তিনি তখন ব্যস্ত সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে। এই খবর প্রকাশ্যে আসতেই নুসরতের দলবদল নিয়ে একটা গুঞ্জন উঠেছিল, একই সঙ্গে নুসরতকে দল বিরোধী বলেও কটাক্ষ করতে শুরু করেছিলেন কেউ কেউ।

যদিও শাসক শিবিরের তরফ থেকে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, সোমবার বিকেলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকলকে মেসেজ করে মঙ্গলবার সংসদীয় অফিসে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকতে বলেন। শাসক শিবিরের অন্যান্য সাংসদরা সেই বার্তা পেয়েই মঙ্গলবার ঠিক সময়ে আম্বেদকরের মূর্তির সামনে উপস্থিত হন কিন্তু সেই সময় দেখতে পাওয়া যায়নি নুসরতকে

কারণ তিনি জানতেন না দলের কর্মসূচি সম্পর্কে তাই সংসদের সেন্ট্রাল হলে গিয়ে নিশ্চিন্তে মোদীর বক্তব্য মন দিয়ে শুনছিলেন তিনি। এরপর যখন দলের অন্যান্য সাংসদরা সংসদ কক্ষে এসে উপস্থিত হয় তখন শরতের সামনে পুরো বিষয় পরিষ্কার হয়ে যায়। তবে নুসরতের এই ঘটনা খেয়ে রীতিমতো হাতিয়ার করে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।

যদিও শুধুমাত্র নুসরত জাহান নয় এমন ভুলটা করেছেন মালদহ উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনিও এক সময় উপস্থিত হয়েছিলেন মোদি বিরোধী গণতন্ত্র বাঁচাও ভোর রাতে আর যখন বুঝতে পারলেন তড়িঘড়ি সেঞ্চল হলে পৌঁছলেন। যদিও ক্ষোভের মুরমুর বোনকে নিয়ে কোনও কটাক্ষই করেন নেই শাসক শিবির।

সম্পর্কিত খবর