করোনার বিরুদ্ধে লড়াইতে ত্রান তহবিলে ৩০ লক্ষ টাকা এবং এক মাসের বেতন তুলে দিলেন নুসরত

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (Coronavirus) মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সমাজের সকল শ্রেণির মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মমতা। ওই আহ্বানে সাড়া দিয়েই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা এবং এক মাসের বেতন তুলে দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ এবং টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।

   

গতকাল অর্থাৎ শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে রাস্তায় নেমেছিলেন আমজনতাকে ভরসা জোগাতে। লকডাউন পরিস্থিতির মাঝে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে সচেতনবার্তা দিয়ে এসেছেন চেতলা বাজারে। এবার COVID-19 মোকাবিলায় নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা দান করলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। প্রদান করা এই অর্থ তাঁর নিজস্ব সংসদীয় এলাকায় করোনা মোকাবিলার কাজে লাগানো হবে।

জানা গিয়েছে, গত শনিবারই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওই টাকা তুলে দেওয়া হয়। এর আগে তৃণমূলের আরও দুই তারকা সাংসদ দীপক অধিকারী (দেব) এবং মিমি চক্রবর্তী মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করেন।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাংসদ নুসরত। ওই এলাকার মানুষের স্বাস্থ্যপরিষেবার কথা মাথায় রেখেই ওই টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়। বসিরহাট এলাকার হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার-সহ কোভিড-১৯ (Corvid-19) চিকিৎসায় যাতে কোনো রকমের খামতি যাতে না থাকে সে দিকে নজর রাখছেন সাংসদ।

নুসরতের তহবিল থেকে এই টাকা প্রদান করা হয়েছে। শুধু বসিরহাটবাসীই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন সাংসদ। বসিরহাট এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনওরকম খামতি না থাকে, সেই জন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকা এবং একমাসের সাংসদের বেতন প্রদান করেছেন

সম্পর্কিত খবর