করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ নুসরাতের

বাংলাহান্ট ডেস্কঃ  বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। ভারতেও ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৩২ টি রাজ্য ও ৭ টি কেন্দ্র শাসিত অঞ্চল ২১ দিন এর জন্য স্তব্ধ করা হয়েছে।

   

লকডাউনের পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন অংশ করা হচ্ছে জীবাণুমুক্তকরণ। নিজের লোকসভা এলাকা বসিরহাটের সেই জীবানুমুক্ত করণের ছবি এবার টুইটারে ভাগ করে নিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

টুইটারে তিনি এই ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, My salute to the team of Conservancy Workers, Doctors & healthcare personnel for their selfless & unrelenting endeavours for working 24×7. Sharing few pictures of Cleaning & Sanitization of Public places by Municipal Authorities in areas under #basirhat Rest, Stay At Home Plz 🙏 ( 24×7 কাজ করার জন্য নিঃস্বার্থ ও নিরলস প্রচেষ্টার জন্য কনসার্ভেন্সি ওয়ার্কার্স, চিকিত্সকগণ এবং স্বাস্থ্যসেবা কর্মীদের দলের প্রতি আমার সালাম। # বসিরহাটের আওতাধীন এলাকায় পৌর কর্তৃপক্ষ কর্তৃক এলাকা পরিষ্কার ও স্যানিটাইজেশন সম্পর্কিত কয়েকটি ছবি ভাগ করে নিলাম, দয়া করে বাড়ীতে থাকুন )

কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও একটি ভিডিও শেয়ার করেছিলেন নুসরত। সেখানে কীভাবে হাত ধুয়ে এই সময় পরিস্কার থাকতে হয় সেই পরামর্শই দিয়েছিলেন

সম্পর্কিত খবর