নামছে তাপমাত্রার পারদ, কবে থেকে পড়বে কনকনে শীত, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ পরিস্কার হচ্ছে আকাশ, নামছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (weather office) এখনও অবধি জাঁকিয়ে শীতের আগমনের দিনক্ষণ স্থির না করলেও, রাতের তাপমাত্রা ২-১ ডিগ্রি করে নামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কিছু কিছু জায়গায় হালকা কুয়াশাও দেখা যাচ্ছে।

   

উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এখনও অনেকে ফ্যান চালালেও, গায়ে হালকা চাদরও দিচ্ছেন। শীত পোশাক এখনই আলমারি থেকে না বেরোলেও, কয়েকদিনের মধ্যেই লেপ কম্বল বের করতে হবে বলেও একটা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আবহাওয়া শুষ্কই থাকবে, নেই বৃষ্টির সম্ভাবনাও।

winter

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা20° C
আদ্রতা74%
বাতাস8 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর