বড় খবরঃ দুই সপ্তাহের মধ্যে উড়িষ্যায় তৈরি হচ্ছে ভারতের প্রথম করোনা হাসপাতাল, থাকবে ১০০০ বেড

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের (Coronavirus) বিপদ দেখে উড়িষ্যা সরকার (Odisha) করোনায় আক্রান্তদের জন্য দেশের সবথেকে বড় হাসপাতাল (Hospital) তৈরি করতে চলেছে। ওই হাসপাতালে শুধু করোনায় আক্রান্তদের চিকিৎসা হবে। ওই হাসপাতালে ১ হাজার বেড থাকবে, আর মাত্র দুই সপ্তাহের মধ্যে এই হাসপাতাল তৈরি হয়ে যাবে।

হাসপাতাল নির্মাণের জন্য উড়িষ্যা সরকার, কর্পোরেট আর মেডিকেল কলেজের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছে। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের মহামারীর প্রকোপ বেড়েই চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনো পর্যন্ত ৬৪৯ জন সংক্রমিত হয়েছেন আর ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার কাশ্মীর, মহারাষ্ট্র আর গুজরাটে একজন করে মারা গেছে। মহারাষ্ট্রে এই ভাইরাস সবথেকে বেশি প্রভাব ফেলেছে। এখনো পর্যন্ত শুধু মহারাষ্ট্রে ১২৪ টি মামলা সামনে এসেছে। আর এই মহামারীর কথা মাথায় রেখে কেন্দ্র সরকার এক লক্ষ ৭০ হাজা কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।

আরেকদিকে, ভারত সরকার মহামারীর জন্য ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছে। এছাড়াও গরিবদের স্বার্থে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আর উজ্জ্বলা যোজনার মাধ্যমে তিনমাস বিনামূল্যে গ্যাস দেওয়ার ঘোষণা করেছে সরকার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর